Tomar Shane Naat Geye Jai Lyrics | তোমার শানে নাত গেয়ে যাই লিরিক্স | Qari Abu Rayhan | Kalarab
Song : Tomar Shane Naat Geye Jai
Singer : Qari Abu Rayhan, Fazle Elahi Sakib & Ahnaf Khalid
Lyric & Tune : Ahmod Abdullah
Record Label : Holy Tune Studio
Sound Design : Shehzaad
Video Director : H Al Haadi
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Tomar Shane Naat Geye Jai Lyrics
হৃদয়ের শহরে বাজে তোমারই গান
প্রণয়ের আসরে জমে তোমারই নাম
হৃদয়ের শহরে বাজে তোমারই গান
প্রণয়ের আসরে জমে তোমারই নাম।
আমি তো বাঁধন হাঁরা
আমি তো পাগল পারা
আমি তো বাঁধন হাঁরা
পাগল পারা তোমাতে মাশগুল।
আমি তোমার শানে
আমি তোমার নামে
আমি তোমার শানে
নাত গেয়ে যাই মুহাম্মদ রাসূল,
আমি তোমার শানে
নাত গেয়ে যাই পিয়ারা রাসূল।
তুমি গোপনে আবেগে
বাঁধা প্রেমের সুভ সাম
তোমায় সন্ধানে জীবনে
নামে সুখের পরিণাম।
তুমি গোপনে আবেগে
বাঁধা প্রেমের সুভ সাম
তোমায় সন্ধানে জীবনে
নামে সুখের পরিণাম।
আমি তোমাকে ছাড়া
চিরকাল পথ হাঁরা
আমি তোমাকে ছাড়া
পথ হাঁরা বিপদ সংকুল।
আমি তোমার শানে
আমি তোমার নামে
আমি তোমার শানে
নাত গেয়ে যাই মুহাম্মদ রাসূল,
আমি তোমার শানে
নাত গেয়ে যাই পিয়ারা রাসূল।
তুমি হৃদয়ে তাজিমে
লেখা প্রাণের প্রিয় নাম
আমার কথাতে চলাতে
তুমি প্রথম শিরোনাম।
তুমি হৃদয়ে তাজিমে
লেখা প্রাণের প্রিয় নাম
আমার কথাতে চলাতে
তুমি প্রথম শিরোনাম।
আমার দুরুদের আসর
ঈমানের খুশবো আতর
আমার দুরুদের আসর
খুশবো আতর মদিনার বুলবুল।
আমি তোমার শানে
আমি তোমার নামে
আমি তোমার শানে
নাত গেয়ে যাই মুহাম্মদ রাসূল,
আমি তোমার শানে
নাত গেয়ে যাই পিয়ারা রাসূল।
আমি তোমার শানে
নাত গেয়ে যাই মুহাম্মদ রাসূল,
আমি তোমার শানে
নাত গেয়ে যাই পিয়ারা রাসূল।
সমাপ্ত
আমরা প্রতিদিন আমাদের এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই নিচে থেকে আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, এবং প্লেস্টোর থেকে আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।