Poripati Prithibi Chere Lyrics | পরিপাটি পৃথিবী ছেড়ে যেতে হবে লিরিক্স | Abu Rayhan | Kalarab | New Gojol 2022
Song : Poripati prithibi chere
Singer : Abu Rayhan
Lyric & Tune : Saidul Islam
Record Label : Tarana
Sound Design : Sheikh Sayed
Video Director : Abdullah Al Mahmud
GFX : Salauddin Sakib
Poripati Prithibi Chere Lyrics Bangla
পরিপাটি এই পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে তোমাকে,
পৃথিবীর ভালোবাসা পৃথিবীর মমতা
সব ফেলে যেতে হবে,
পরিপাটি এই পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে তোমাকে।
কতবেলা কাটিয়েছি সুখ সাগরে
কতকাল কাটিয়েছি দুঃখ প্রহরে,
কতবেলা কাটিয়েছি সুখ সাগরে
কতকাল কাটিয়েছি দুঃখ প্রহরে।
বিদায়ের স্মৃতি যখন ভেসে উঠে হৃদয়ে
আশ্রুতে বুক ভিজে আঁখি জ্বলে,
পরিপাটি এই পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে তোমাকে,
পরিপাটি এই পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে তোমাকে।
মিছে হাঁসি মিছে মায়া মিছে বন্ধন
ভুলে গেছো কে তোমায় করলো সৃজন,
মিছে হাঁসি মিছে মায়া মিছে বন্ধন
ভুলে গেছো কে তোমায় করলো সৃজন।
সাড়ে তিন হাত মাটির ঘরে
ঠাই হবে আঁধার ঐ কবরে,
পরিপাটি এই পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে তোমাকে,
পরিপাটি এই পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে তোমাকে।
সমাপ্ত
আমরা প্রতিদিন আমাদের এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই নিচে থেকে আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, এবং প্লেস্টোর থেকে আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।