Bijoyer Sokal Lyrics | বিজয়ের সকাল লিরিক্স | Husain Adnan | Kalarab | Bangla New Gojol 2022
Song : Bijoyer Sokal
Singer : Husain Adnan
Lyric : Enayatullah Fahad
Tune : H Ahmed
Label : Tarana Records
Sound Design : Shafin Ahmad
Video Director : Abdullah Al Mahmud
GFX : Salauddin Sakib
Bijoyer Sokal Lyrics Bangla
শহরের গাড়ি মুছে উদয় হলো
বিজয়ের নতুন সকাল,
আমার ভাই এর তাজা খুনের আলো রং
সবুজের বুক জুড়ে লাল।
শহরের গাড়ি মুছে উদয় হলো
বিজয়ের নতুন সকাল,
আমার ভাই এর তাজা খুনের আলো রং
সবুজের বুক জুড়ে লাল।
প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমার
বাংলাদেশ আমার শহিদের স্মৃতি গাঁথা রহম খোদার
জন্মভূমি বাংলাদেশ আমার
বাংলাদেশ আমার শহিদের স্মৃতি গাঁথা রহম খোদার
শহিদের স্মৃতি গাঁথা রহম খোদার।
সবুজ শ্যামল ঘেরা বিস্তৃত মাঠ
গাছগাছালির শারি দল
পাহাড় সাগর নদী ঝর্ণা ধারা
পাখপাখালির কোলাহল।
সবুজ শ্যামল ঘেরা বিস্তৃত মাঠ
গাছগাছালির শারি দল
পাহাড় সাগর নদী ঝর্ণা ধারা
পাখপাখালির কোলাহল।
ছাপান্ন হাজার বর্গমাইল এ দেশ
রুপালী রুপের বাহার,
হো...রুপালী রুপের বাহার।
প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমার
বাংলাদেশ আমার শহিদের স্মৃতি গাঁথা রহম খোদার
জন্মভূমি বাংলাদেশ আমার
বাংলাদেশ আমার শহিদের স্মৃতি গাঁথা রহম খোদার
শহিদের স্মৃতি গাঁথা রহম খোদার।
বাংলার ইতিহাসে রচিত হলো
জীবন খুনের বিনিময়,
দেশের গর্বে তাঁরা অনড় হয়ে
এনেছেন যারা বিজয়।
বাংলার ইতিহাসে রচিত হলো
জীবন খুনের বিনিময়,
দেশের গর্বে তাঁরা অনড় হয়ে
এনেছেন যারা বিজয়।
এই মাস বিজয়ের হাঁসি উল্লাস
কখনো বিরহ কান্নার,
হো...কখনো বিরহ কান্নার।
প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমার
বাংলাদেশ আমার শহিদের স্মৃতি গাঁথা রহম খোদার
জন্মভূমি বাংলাদেশ আমার
বাংলাদেশ আমার শহিদের স্মৃতি গাঁথা রহম খোদার
শহিদের স্মৃতি গাঁথা রহম খোদার।
সমাপ্ত
আমরা প্রতিদিন আমাদের এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই নিচে থেকে আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, এবং প্লেস্টোর থেকে আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।