Shona Phaki Lyrics | সোনা পাখি লিরিক্স | Wahed ft Srabony | Sylhety Romantic Song 2022
Song name- Shona Phaki
Wahed ft Srabony
Lyrics by Shah mahtab fokir
Tune - wahed
Music-karambeer and jeet b(punjab)
Cast- alya and kaz (Birmingham)
Vedio- rimon(Italy)and jakir (Birmingham)
Special thanks-arfin,rabbi,the vilan (Italy),saiful huque (uk)
Sponsor by ziyad construction
Shona Phaki Lyrics Bangla
একবার খইলাউ তুমি রাজি
আমি ঘটক পাঠাইমু,
তোমায় লইয়া আমি সারা
সিলেট শহর ঘুরাইমু।
অ্যামেরিকা, প্যারিস শহর যাইমু
যাইমু যে লন্ডন
মিডিলিস্টর সবদেশ ঘুরমু
খালি আমরা যে দুইজন।
তোমার লম্বা মাত খান থও
লম্বগিনি গাড়ি লও
এতো হস্তায়নি ফাইলাইতায় আমার মন।
সোনা পাখি গো
আমার লক্ষি পাখি গো,
আমি দেশে দেশে ঘুরি
আমার ময়নার লাগি গো।
আমার প্রেমের সাগর গো
আহ্লাদর টুকরা গো,
আমি মন দিমু
দিল দিমু তুমি খতা রাকলে গো।
তুমি মোর হুয়াগোর খোলই
আমার বাঙ্গা লাওর গোলই,
মন উদাসী দিবানিশি
তোমার ভাবনায় রই গো
তোমার ভাবনায় রই।
তুমি মোর হুয়াগোর খোলই
আমার বাঙ্গা লাওর গোলই,
মন উদাসী দিবানিশি
তোমার ভাবনায় রই গো
তোমার ভাবনায় রই।
আগে বাড়ির মালিক হও
একটা গাড়ির মালিক হও
বিয়া করিয়াই বউ ফাইতা মুখর কতা নায়।
সোনা পাখি গো
আমার লক্ষি পাখি গো,
তোমায় লইয়া অ্যামেরিকা,লন্ডন,প্যারিস পাঠাই গো।
আমার প্রেমের সাগর গো
আহ্লাদর টুকরা গো,
আমি মন দিমু
দিল দিমু তুমি খতা রাকলে গো।
সোনা পাখি গো
আমার প্রেমের সাগর গো।
খতা যদি ঠিক থাকে গো
বাড়িত পাঠাও কাজী,
তোমার লাগি ধরতাম পারমু
আমার জীবন বাজী গো
আমার জীবন বাজী।
খতা যদি ঠিক থাকে গো
বাড়িত পাঠাও কাজী,
তোমার লাগি ধরতাম পারমু
আমার জীবন বাজী গো
আমার জীবন বাজী।
আমি লইসি প্রেমের রশি
বাড়িত পাঠাইরাম কাজী
মাতা ফথিরে খয় দিলাও তোমার মন।
সোনা পাখি গো
আমার লক্ষি পাখি গো,
আমি লাল শাড়ী পিন্দিয়া
আশায় বুক বান্দিলাম গো।
সোনা পাখি গো
আমার লক্ষি পাখি গো,
আমি সারা সিলেট ঘুরি
আমার ময়নার লাগি গো।
আমার প্রেমের সাগর গো
আহ্লাদর টুকরা গো,
আমি মন দিমু
দিল দিমু তুমি খতা রাকলে গো।
সোনা পাখি গো
আমার লক্ষি পাখি গো,
আমি সারা সিলেট ঘুরি
আমার ময়নার লাগি গো
আমার ময়নার লাগি গো।
সমাপ্ত
আমরা প্রতিদিন আমাদের এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই নিচে থেকে আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, এবং প্লেস্টোর থেকে আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।