Korbo Na Protibad Lyrics | করবো না প্রতিবাদ লিরিক্স | Sukumar Baul | Bangla New Song 2022
Song Name : Korbo Na Protibad
Singer : Sukumar Baul
Lyric : Jashim Uddin Akash
Tune : SK Sanu
Music : AH Turjo
Edit : Si Alif ( Tj Team)
Dop & Color : Tj Team
Director : AH Turjo
Label : BD29 Multimedia
Korbo Na Protibad Lyrics Bangla
মন থেকে তোরে ভালোবাসি
করবো না তো আঘাত
এখনো তোরে ভালোবাসি
তাই তো আমি করি না প্রতিবাদ
কত মিথ্যা স্বপ্ন দেখাই আমারে তুই সাথী করেছিলি
স্বার্থ পরে মতো রে তুই কেমনে ভুইলা গেলি
জলি আমি এখনতো তোর প্রেমেতে জলি
তোর প্রেমেতে জলি।
যুগে পরে যুগ গেলো তোরে
গেলো না তো ভুলা
তোর লাগিয়া গাথি আজও
বকুল ফুলের মালা
তোর ভালোবাসার আগুনে রে
কেমনে পুড়াই গেলি
যদি আমায় কয়তি রে তুই হইতাম
জীবন ভরের কুলি
পাগল আমায় করলে রে তুই ওরে পাগলি।
চোখের আড়াল হইলে যদি
মনের আড়াল হয়
সে তো ভালোবাসা নয়রে বন্ধু
ভালোবাসা নয়
সত্যবাদির মুখোস পরে মিথ্যা কথা কইলি
নিজে না কান্দিয়া রে তুই আমারে কান্দাইলি
জলি আমি এখনতো তোর প্রেমেতে জলি
তোর প্রেমেতে জলি.
মন থেকে তোরে ভালোবাসি
করবো না তো আঘাত
এখনো তোরে ভালোবাসি
তাই তো আমি করি না প্রতিবাদ।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই প্লে স্টোর থেকে আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।