Ei Fagune Lyrics | এই ফাগুনে লিরিক্স | Imran & Oyshee | Robiul Islam Jibon | Bangla New Song 2022
Song - Ei Fagune - এই ফাগুনে
Singer - Oyshee & Imran
Lyric - Robiul Islam Jibon
Tune & Music - Imran
Cast - Sajjad & Reshma
DOP - Sheul Babu
Edit & Color - TD Dipok
Direction: MH Rizvi
Genre – Modern
Label – Laser Vision
Ei Fagune Lyrics Bangla
এই ফাগুনে আমি
তোমার মনের বাড়ি যাবো
প্রেমেরই রঙ্গে রঙ্গে তোমায় আমি রঙ্গাবো।
তোমার মতো এমন মানুষ
কোথায় আমি পাবো
কোথায় আমি পাবো
কোথায় আমি পাবো
কোথায় আমি পাবো।
এই ফাগুনে আমি
তোমার মনের বাড়ি যাবো
প্রেমেরই রঙ্গে রঙ্গে তোমায় আমি রঙ্গাবো।
দূরে গেলে যেনো তুমি
থাকো অনেক কাছে,
তোমার জন্য বুকে আমার
প্রেম যে জমা আছে।
দূরে গেলে যেনো তুমি
থাকো অনেক কাছে,
তোমার জন্য বুকে আমার
প্রেম যে জমা আছে।
ও বুঝবে আমি কতো
আপন তোমার যদি ভাবো,
কোথায় আমি পাবো
কোথায় আমি পাবো
কোথায় আমি পাবো।
এই ফাগুনে আমি
তোমার মনের বাড়ি যাবো
প্রেমেরই রঙ্গে রঙ্গে তোমায় আমি রঙ্গাবো।
তোমার মনের ভালো মন্দ
সবই আমি বুঝি,
দুচোখ বুজে সারানিশি
স্বপ্নে তোমায় খুঁজি।
তোমার মনের ভালো মন্দ
সবই আমি বুঝি,
দুচোখ বুজে সারানিশি
তোমায় স্বপ্নে খুঁজি।
ও বুঝবে আমি কতো
আপন তোমার যদি ভাবো,
কোথায় আমি পাবো
কোথায় আমি পাবো
কোথায় আমি পাবো।
এই ফাগুনে আমি
তোমার মনের বাড়ি যাবো
প্রেমেরই রঙ্গে রঙ্গে তোমায় আমি রঙ্গাবো।
সমাপ্ত
আমরা প্রতিদিন আমাদের এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই নিচে থেকে আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, এবং প্লেস্টোর থেকে আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।