Amar Ja Harabar Geche Hariye Lyrics | আমার যা হারাবার গেছে হারিয়ে লিরিক্স | Shreya Ghoshal
Song: Amar Ja Harabar Geche Hariye
Singer: Shreya Ghoshal
Lebel: Onick Hawlader
Amar Ja Harabar Geche Hariye Lyrics Bangla
আমার যা হারাবার গেছে হারিয়ে
জীবনে তাকে আর পাবো না ফিরে
আমার যা হারাবার গেছে হারিয়ে
জীবনে তাকে আর পাবো না ফিরে
জীবনে তাকে আর পাবো না ফিরে।
নীড় ভেঙে পাখি গেছে উঁড়ে
আমার হৃদয়ে মরু ভূমি করে
নীড় ভেঙে পাখি গেছে উঁড়ে
আমার হৃদয়ে মরু ভূমি করে।
মরিচিকার মতো আমায় রয়েছে ঘিরে
জানি না আজ সে কার দখলে
আমার যা হারাবার গেছে হারিয়ে
জীবনে তাকে আর পাবো না ফিরে।
বেদনা ভরা মন কেঁদে মরে
আমি কোথায় তারে পাবো খুঁজে
বেদনা ভরা মন কেঁদে মরে
আমি কোথায় তারে পাবো খুঁজে।
আবার যদি কখনো আসে ফিরে
রাখবো আমি বেঁধে হৃদয় নীড়ে
আমার যা হারাবার গেছে হারিয়ে
জীবনে তাঁকে আর পাবো না ফিরে।
আমার যা হারাবার গেছে হারিয়ে
আমার যা হারাবার গেছে হারিয়ে
জীবনে তাকে আর পাবো না ফিরে।
সমাপ্ত
আমরা প্রতিদিন আমাদের এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই নিচে থেকে আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, এবং প্লেস্টোর থেকে আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।