Tui Chara Ke Apon Lyrics | তুই ছাড়া কে আপন লিরিক্স | Biyas Sarkar & Rupak Tiary | Bengali New Song
CREDITS :
Vocal - Biyas Sarkar, Rupak Tiary
Lyrics - Aviman Paul
Tune - Rupak Tiary
Flute - Swarajit Ratul Guha
Guitar Design - Rupak Tiary
Programming , Mix & Master : Rupak Tiary
Vocals Recorded at Rupak's Studio
Direction & Post Production - Aditya Paul
Gaffer - Souvik Dalal
Drone - Debdip Chakraborty
Music Publisher - JMR Music Studio
Tui Chara Ke Apon Lyrics Bangla
আলতো খেয়ালি, বৃষ্টি কাজলে
লজ্জা মাখানো মেঘলা আঁচলে।
কথা দেওয়া ছিলো সন্ধ্যে নূপুরে
ছুঁয়ে দিলে আমায় সোহাগী আদরে।
মন রে বলি শোন
তুই ছাড়া কে আপন,
মন রে যাসনা ছেড়ে মিথ্যে বাহানায়।
মন রে কাছে আয়
আকাশ খোলা জানালায়,
তোর বুকে মাথা রাখি
নরম জোছনায়।
মন কাকে খুঁজে ফিরিস উড়ালি হাওয়ায়
মন রে তোর মনের হদিস খোঁজা বড় দায়।
তোর জন্য যত্নে সাজাই প্রেমেরই আটচালা
মন রে তুই খামখেয়ালি ঘরে ফিরে আয়।
ও মন রে কোথায়
মনের মানুষ পাওয়া যায়?
তাকে মনের ঘরে আগল দিয়ে রাখিস পাহারায়।
মন রে বলি শোন
তুই ছাড়া কে আপন,
মন রে যাসনা ছেড়ে মিথ্যে বাহানায়।
মন রে কাছে আয়
আকাশ খোলা জানালায়,
তোর বুকে মাথা রাখি
নরম জোছনায়।
আলতো খেয়ালি, বৃষ্টি কাজলে
লজ্জা মাখানো মেঘলা আঁচলে।
কথা দেওয়া ছিলো সন্ধ্যে নূপুরে
ছুঁয়ে দিলে আমায় সোহাগী আদরে।
মন রে বলি শোন
তুই ছাড়া কে আপন,
মন রে যাস না ছেড়ে মিথ্যে বাহানায়।
মন রে কাছে আয়
আকাশ খোলা জানালায়,
তোর বুকে মাথা রাখি
নরম জোছনায়।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।