Tor Adorer Tane Lyrics | তোর আদরের টানে লিরিক্স | Rupak Tiary & Durba Banerjee | New Bengali Song
Song - Tor Adorer Tane
Vocals - Rupak Tiary, Durba Banerjee
Music- Rupak Tiary
Lyrics- Jayanta Biswas
Mix & Master - Rupak Tiary
Vocals Recorded ai Rupak's Studio
Direction & Filmed By - Aditya Paul
Drone - Debdip Chakraborty
Post Production - Aditya Paul
Transport - Subhashis Sinha
Tor Adorer Tane Lyrics Bangla
এই বৃষ্টি ঝরা নদী বয়ে যদি যায়
স্বপ্ন আসে গুটি গুটি পায়
আলগা স্রোতের পিছুটান
বুনবো জাল ছন্দ-তাল।
এই বৃষ্টি ঝরা নদী বয়ে যদি যায়
স্বপ্ন আসে গুটি গুটি পায়
আলগা স্রোতের পিছুটান
বুনবো জাল ছন্দ-তাল।
বুঝি কিছু কথা ভেবে যায়
না বলেই কাছে পেতে চায়
বুঝি কিছু ভালোবাসা
আজও তাই বেঁচে থাকে ভালোবাসায়।
তোর আদরের টানে
আর ঘুম ভাঙানোর গানে
আমি হয়ে যায় তোর মেঘপিয়ন
তোর আদরের টানে
আর ঘুম ভাঙানোর গানে
আমি হয়ে যায় তোর মেঘপিয়ন।
ঘুম কেন যে নিঝুম
অলীক স্বপ্নে আমার
দিন কত না রঙ্গীন
তোকে কাছে পাওয়ার।
মেঘ মানে না আবেগ
বৃষ্টি চোখের পাতায়
ভোর মনেরই খবর
শোনায় হাওয়ায় হাওয়ায়।
বুঝি কিছু কথা মিলে যায়
না বলেই কাছে পেতে চায়
বুঝি কিছু ভালোবাসা আজও তাই
বেঁচে থাকে ভালোবাসায়।
তোর আদরের টানে
আর ঘুম ভাঙানোর গানে
আমি হয়ে যায় তোর মেঘপিয়ন
তোর আদরের টানে
আর ঘুম ভাঙানোর গানে
আমি হয়ে যায় তোর মেঘপিয়ন।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।