Sanai Baje Lyrics | সানাই বাজে লিরিক্স | Shreya Ghoshal | Premer Kahini Movie Song
Song: Sanai Baje
Film : Premer Kahini
Starring : Dev, Koel Mallick, Ranjit Mullick, Moushumi Saha, Kalyani Mandal, Diganta Bagchi,Shyamal Dutta, Jisshu Sengupta
Presenter : Shrikant Mohta & Mahendra Soni.
Produced by : SVF Entertainment Pvt.Ltd
Script, Screenplay, Dialogue & Direction: Ravi Kinagi
Music : Jeet Gannguli
Singers: Shreya Ghoshal
Choreographer : Naidu
Edit : Ravi Kinagi
lyricist : Priyo Chattopadhyay
Music Label : SVF Music
Sanai Baje Lyrics Bangla
সানাই বাজে সানাই বাজে
আজকে মিলন সুরে
সাতপাকে মন পড়বে বাঁধা
খুশির হৃদয় জুড়ে।
লজ্জারাঙা মনে কনে
পরলো হাতে শাঁখা
শঙ্খ বাজা, দে উলু দে
গায়ে হলুদ মাখা
শঙ্খ বাজা দে উলু দে
গায়ে হলুদ মাখা।
আজ এই শুভদিনে
চোখে জল এনো না
ফিরে যা পাওয়ার নয়
তাকে মনে রেখো না।
ও যত বলি ভুলে যেতে
মন কথা শোনে না
চোখেরি আকাশে সেই
বৃষ্টি যে থামে না।
তুমি চির সুখী হবে
কান্না মোছো তবে অভিমানিনী
ভাঙ্গা স্বপ্ন ডেকে যাই
মনে পড়ে যায় প্রেমের কাহিনী।
সানাই বাজে, সানাই বাজে
আজকে মিলন সুরে
আসলো শুভ সন্ধ্যা কাছে
খুশির হৃদয় জুড়ে।
এমন সুখের দিনে বধু
রাখিস না মুখ ভারী
সাজ রে সখি মনের সাজে
সাজলো সারা বাড়ি
সাজি রে সখি মনের সাজে
সাজিলো সারা বাড়ি।
যার প্রেম দিতে জানে
সাথীর বলিদান
ভালোবেসে ব্যথা ছাড়া
চায়না সে প্রতিদান।
ও জীবনের সব চাওয়া
কখনো কি পাওয়া যায়
হাসিমুখে কিছু ব্যথা
মেনে তাই নিতে হয়।
ও এই মন যে থেকে যাবে
শ্রদ্ধা অনুভবে অনুরাগিনি
কিছু পথ যে থেমে যায়
বাকি থেকে যায় প্রেমের কাহিনী।
সানাই বাজে, সানাই বাজে
আজকে মিলন সুরে
ছাদনা তলায় চলো কনে
বিয়ের পিঁড়ি পরে।
সানাই বাজে, সানাই বাজে
আজকে মিলন সুরে
সাত পাকে মন পড়বে বাঁধা
খুশির হৃদয় জুড়ে
সাতপাকে মন পড়বে বাঁধা
খুশির হৃদয় জুড়ে।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।