Ghum Ghum Ei Chokhe Lyrics | ঘুম ঘুম এই চোখে লিরিক্স | Shreya Ghoshal & Sonu Nigam | Dev & Subhashree
Credits:
Song: Ghum Ghum Ei Chokhe
Film : Romeo
Starring : Dev, Subhashree and others
Producer : SVF Entertainment Pvt. Ltd.
Presenter : Shrikant Mohta
Director : Sujit Mondal
Music Director : Jeet Gannguli
Singers: Shreya Ghoshal and Sonu Nigam
Lyrics : Chandrani Ganguli
Screenplay & Dialogue : NK Salil,
Music Label : SVF Music
Ghum Ghum Ei Chokhe Lyrics Bangla
ঘুম ঘুম এই চোখে
স্বপ্ন কে আঁকে তুমি,
ও.. নিঝুম দুপুরে
জাগিয়ে কে রাখে তুমি।
কাছে এসে আধো হেসে বলে যে
চল যাই সব পেয়েছির দেশে
ছুঁয়ে যায় ভালোবেসে সে, তুমি ও
ঘুম ঘুম এই চোখে স্বপ্ন কে আঁকে তুমি।
তাকে খোঁজে বৃষ্টি চোখে
রূপকথা সে অচেনা,
ধরা দিয়েও দেয়না ধরা
জেনেও যে রয় অজানা,
রয় অজানা..কেন অজানা
ও.. ঘুম ঘুম এই চোখে,
স্বপ্ন কে আঁকে তুমি।
সামনে, এলে তুমি
মুখে কুলুপ চোখ ভারী,
ইচ্ছে করে বলি, তবু বলতে কি পারি
ও.. চোখে চোখে সেই কথা
পড়তে কে পারে, তুমি।
তাকে খোঁজে বৃষ্টি চোখে
রূপকথা সে অচেনা,
ধরা দিয়েও দেয়না ধরা
জেনেও যে রয় অজানা,
রয় অজানা..কেন অজানা।
এইতো, আমি তবু
যেন নইতো আর সেই আমি,
স্বপ্নে চিঠি পাঠাই
ঠিকানাহীন বেনামী।
মনে মনে তবু জানি, জানি
চিনবে আমাকে তুমি
ও.. ঘুম ঘুম এই চোখে
স্বপ্ন কে আঁকে তুমি।
তাকে খোঁজে বৃষ্টি চোখে
রূপকথা সে অচেনা,
ধরা দিয়েও দেয়না ধরা
জেনেও যে রয় অজানা।
তাকে খোঁজে বৃষ্টি চোখে
রূপকথা সে অচেনা,
ধরা দিয়েও দেয়না ধরা
জেনেও যে রয় অজানা।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।