Dure Oi Pahar Miseche Lyrics | দূরে ঐ পাহাড় মিশেছে লিরিক্স | Shreya Ghoshal, Numon Pint, Sweta
Song Credits :
Song: Dure Oi Pahar Miseche
Singer : Shreya Ghoshal, Numon Pint, Sweta
Direction : Ravi Kinagi
Music: Jeet Gannguli
Lyricist : Priyo Chattopadhyay
Dure Oi Pahar Miseche Lyrics Bangla
দূরে ঐ পাহাড় মিশেছে নীল আকাশে
দেখে মন আকাশ ছুঁতে চাই
ও আহারে,
অচেনা কতোনা পাখি ওড়ে বাতাসে
দেখে মন ভেসে যেতে চাই
ও আহারে।
দূরে ঐ পাহাড় মিশেছে নীল আকাশে
দেখে মনে আকাশ ছুঁতে চাই
ও আহারে
অচেনা কতোনা পাখি ওড়ে বাতাসে
দেখে মন ভেসে যেতে চাই
ও আহারে।
গুঞ্জন গান শুনে ফুলের আদলে
স্বপ্ন কানে কানে কতো কি বলে
আজ আমায়।
দূরে ঐ পাহাড় মিশেছে নীল আকাশে
দেখে মন আকাশ ছুঁতে চাই
ও আহারে।
ওরে মন মাঝি রে কূল ছাইড়া যা
ওরে মন মাঝি রে তুই গান গাইয়া যা
আজ খুশির জোয়ারে তরি বাইয়া যা.. বাইয়া যা।
সবুজ গাঁয়ের পথটি বাঁকা লাগছে নদীর মতো
প্রজাপতির রঙিন পাখা আঁকছে ছবি কতো।
সবুজ গাঁয়ের পথটি বাঁকা লাগছে নদীর মতো
প্রজাপতির রঙিন পাখা আঁকছে ছবি কতো
ধিন তা ধিতাক বলে বাজে রে মাদল
অঙ্গ উঠে দুলে করে যে পাগল
আজ আমায়।
দূরে ঐ পাহাড় মিশেছে নীল আকাশে
দেখে মন আকাশ ছুঁতে চাই
ও আহারে।
অবুঝ মনের বায়না গুলো ঝরনা হয়ে ঝরে
হাজার খুশির মাঝেও তবু প্রান যে কেমন করে।
অবুঝ মনের বায়না গুলো ঝরনা হয়ে ঝরে
হাজার খুশির মাঝেও তবু প্রান যে কেমন করে
যায়না জানি ভোলা ঘরের ঠিকানা
চেনা পথের শেষে ডাকছে অজানা
আজ আমায়।
দূরে ঐ পাহাড় মিশেছে নীল আকাশে
দেখে মন আকাশ ছুঁতে চাই
ও আহারে।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।