Bhul Kore Jodi Lyrics | ভুল করে যদি লিরিক্স | Liza | SI Tutul | Bangla New Song
🎧Song Credits:
Song: Bhul Kore Jodi
Singer: Liza
Lyrics: Sagar Chawdhary
Tune & Music: SI Tutul
Label: G Series
Bhul Kore Jodi Lyrics Bangla
ভুল করে যদি কখনো
মনে পড়ে এই আমায়
নিরবে যদি ঐ দু"টি চোখ
জ্বলে ভিজে তোমার
মনে রেখ আমিও এখনো
তোমারই প্রতিক্ষায়।
ভুল করে যদি কখনো
মনে পড়ে এই আমায়
নিরবে যদি ঐ দু"টি চোখ
জ্বলে ভিজে তোমার।
রাত জেগে জেগে যদি
দু চোখে পড়ে বিষাদের ছায়া
অভিমানের পালা শেষ না হলেও
বুকে জমে থাকে মায়া।
ও রাত জেগে জেগে যদি
দু চোখে পড়ে বিষাদের ছায়া
অভিমানের পালা শেষ না হলেও
বুকে জমে থাকে মায়া।
মনে রেখ আমিও এখনো
তোমার-ই প্রতিক্ষায়,
ভুল করে যদি কখনো
মনে পড়ে এই আমায়
নিরবে যদি ঐ দু"টি চোখ
জ্বলে ভিজে তোমার।
সারাটা দিন ধরে যদি
নিজেকে বড় একাকী-লাগে
অভিযোগের কথা শেষ না হলেও
শেষ হবে অনুরাগে।
ও সারাটা দিন ধরে যদি
নিজেকে বড় একাকী-লাগে
অভিযোগের কথা শেষ না হলেও
শেষ হবে অনুরাগে।
মনে রেখ আমিও এখনো
তোমার-ই প্রতিক্ষায়
ভুল করে যদি কখনো
মনে পড়ে এই আমায়
নিরবে যদি ঐ দু"টি চোখ
জ্বলে ভিজে তোমার।
মনে রেখ আমিও এখনো
তোমারই প্রতিক্ষায়
ভুল করে যদি কখনো
মনে পড়ে এই আমায়
নিরবে যদি ঐ দু"টি চোখ
জ্বলে ভিজে তোমার।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।