Valobese Keno Hridoy Vangili Lyrics | ভালোবেসে কেনো হৃদয় ভাঙিলি লিরিক্স | Gogon Sakib | Bangla Sad Song 2022
Song : Valobese Keno Hridoy Vangili ( ভালোবেসে কেনো হৃদয় ভাঙিলি )
Singer : Gogon Sakib .
Lyricisat : Proshenjit Mondal .
Tune & Music : Yeasin Hossain Neru .
Cast : Neel , Aanfi Sinha & Gogon Sakib .
Dop : Lipson .
Edit & Color : HM Tushar .
Asst Edit : Mainul Hossain .
Director : BM Saifil Islam .
Label : DP Music Station .
Valobese Keno Hridoy Vangili Lyrics Bangla
সরল মনে দাগা দিয়া
হইবি যদি অন্যের প্রিয়া
সাদা মনরে কেনো রঙের স্বপ্ন দেখাইলি
ভালোবাসার আশা দিয়া -
খেলবি যদি পাশা প্রিয়া -
মনে ভেতর কেনো প্রেমের বাসা বাঁধিলি
প্রিয়া-রে -- প্রিয়া রে -
ভালোবেসে কেন আমার হৃদয় ভাঙিলি।
বিশ্বাসী মন উজাড় করে বেসেছিলাম ভালো
বুঝি নাইতো করবি জীবন এমন অগোছালো
তোর হৃদয়ের রাজা ছিলাম
আজকে ভাবিস অঁচল আধুলি
প্রিয়া রে -- প্রিয়া রে --
ভালোবেসে কেন আমার হৃদয় ভাঙিলি
প্রিয়া রে - প্রিয়া রে
ভালোবেসে কেন আমার হৃদয় ভাঙিলি।
তোর ছলনার আঘাতে আজ দুটি চোখে জল
প্রেমের নামে এতো ব্যথা কেন দিলি বল
মন গীটারে কেন যে তুই
ভালোবাসার মন্ত্র সাধিলি
প্রিয়া রে -- প্রিয়া রে
ভালোবেসে কেন আমার হৃদয় ভাঙিলি
প্রিয়া রে -প্রিয়া -রে -
ভালোবেসে কেন আমার হৃদয় ভাঙিলি।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।