Tajdare Madina Lyrics | তাজদারে মাদিনা লিরিক্স | Kalarab Gojol | Holy Tune | Bangla Islamic Song 2022
SONG : TAJDARE MADINA
SINGER : AHNAF KHALID, JAHID HASAN & FAZLE ELAHI SAKIB
LYRIC : SAIF SIRAJ
TUNE: MUHAMMAD BADRUZZAMAN
RECORD LABE: HOLY TUNE STUDIO
SOUND DESIGN : TANJIM REZA
POSTER DESIGN : TAWHID JAMIL
VIDEO DIRECTOR : ABU BAKAR SIDDIK
MENTOR : SAYED AHMAD & MUHAMMAD BADRUZZAMAN
Tajdare Madina Lyrics Bangla
তুমি আঁকায় নামদার তাজেদারে মদিনা
আহমাদে মুজতবা মুহাম্মদ মোস্তফা খাইরুল বাশার
তুমি আঁকায় নামদার তাজেদারে মদিনা
আহমাদে মুজতবা মুহাম্মদ মোস্তফা খাইরুল বাশার।
মিনাল এবতেদায়ী ওয়াল ইন থে হাইয়ি
মিনাল এবতেদায়ী ওয়াল ইন থে হাইয়ি
মুহাম্মদ আরবি স্বল্লূ আলাইহি ওয়া আলিহী
স্বল্লূ আলাইহি ওয়া আলিহী
স্বল্লূ আলাইহি ওয়া আলিহী।
তুমি আঁকায় নামদার তাজেদারে মদিনা
আহমাদে মুজতবা মুহাম্মদ মোস্তফা খাইরুল বাশার
তুমি আঁকায় নামদার তাজেদারে মদিনা
আহমাদে মুজতবা মুহাম্মদ মোস্তফা খাইরুল বাশার।
ইয়া রাসূলাল্লাহ ইয়া নাবী আল্লাহ
ইয়া রাসূলাল্লাহ ইয়া নাবী আল্লাহ।
তুমি সাইয়েদুল কাওনাইন
কুররাতুল আইনাইন রহমাতুল্লিল আলামীন
খাতামুন্নাবীঈন রহমাতুল্লিল আলামীন
খতামুন্নানাবীঈন।
তোমার পথের পথিক হয়ে
দ্বীনের পথে সামান লইয়ে
তোমার পথের পথিক হয়ে
দ্বীনের পথে সামান লইয়ে।
তোমার পথে নবী আমি হয়েছি রাহি
স্বল্লূ আলাইহি ওয়া আলিহী।
তুমি আঁকায় নামদার তাজেদারে মদিনা
আহমাদে মুজতবা মুহাম্মদ মোস্তফা খাইরুল বাশার
তুমি আঁকায় নামদার তাজেদারে মদিনা
আহমাদে মুজতবা মুহাম্মদ মোস্তফা খাইরুল বাশার।
ইয়া রাসূলাল্লাহ ইয়া নাবী আল্লাহ
ইয়া রাসূলাল্লাহ ইয়া নাবী আল্লাহ।
তুমি হামিল উল কুরআন শুকরান নাবী শুকরান
অনুপম মিরাজ তোমার
ফেলে দেন শ্রেষ্ঠ কুরআন
অনুপম মিরাজ তোমার।
ফেলে দেন শ্রেষ্ঠ কুরআন
হাশর মাঠে বিপদ আমার
রাখবে আমান তোমার মায়াই।
হাশর মাঠে বিপদ আমার
রাখবে আমান তোমার মায়াই
তাই তব নাম নিয়ে আমি কাসিদা গাহি
স্বল্লূ আলাইহি ওয়া আলিহী।
তুমি আঁকায় নামদার তাজেদারে মদিনা
আহমাদে মুজতবা মুহাম্মদ মোস্তফা খাইরুল বাশার
তুমি আঁকায় নামদার তাজেদারে মদিনা
আহমাদে মুজতবা মুহাম্মদ মোস্তফা খাইরুল বাশার।
ইয়া রাসূলাল্লাহ ইয়া নাবী আল্লাহ
ইয়া রাসূলাল্লাহ ইয়া নাবী আল্লাহ।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।