Sedin Dujone Lyrics | সেদিন দুজনে লিরিক্স | Rabindra Sangeet | Rishi Panda | Bangla New Song 2022
Original Song - Rabindranath Tagore
Rearranged and sung by - Rishi Panda
Video - Subhadip Bera
Drone - Souvik Bera
Thanks - Rupam Sarkar
Sedin Dujone Lyrics Bangla
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা,
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা,
সেই স্মৃতিটুকু কভু খনে খনে
যেন জাগে মনে, ভুলো না,
ভুলো না, ভুলো না..
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা।
সেদিন বাতাসে ছিল তুমি জানো
আমারি মনের প্রলাপ জড়ানো,
সেদিন বাতাসে ছিল তুমি জানো
আমারি মনের প্রলাপ জড়ানো,
আকাশে আকাশে আছিল ছড়ানো
তোমার হাসির তুলনা,
ভুলো না, ভুলো না, ভুলো না ..
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা।
যেতে যেতে পথে পূর্ণিমা-রাতে
চাঁদ উঠেছিল গগনে,
দেখা হয়েছিল তোমাতে আমাতে
কী জানি কী মহা লগনে,
চাঁদ উঠেছিল গগনে।
এখন আমার বেলা নাহি আর
বহিব একাকী বিরহের ভার,
এখন আমার বেলা নাহি আর
বহিব একাকী বিরহের ভার,
বাঁধিনু যে রাখী পরানে তোমার
সে রাখী খুলো না, খুলো না
ভুলো না, ভুলো না, ভুলো না ..
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা,
সেই স্মৃতিটুকু কভু খনে খনে
যেন জাগে মনে, ভুলো না,
ভুলো না, ভুলো না ..
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা,
সেদিন দু'জনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।