Ek Fota Jol Lyrics | এক ফোঁটা জল লিরিক্স | Mahtim Shakib | Bangla New Song 2022

Ek Fota Jol Lyrics | এক ফোঁটা জল লিরিক্স | Mahtim Shakib | Bangla New Song 2022

Ek Fota Jol Lyrics | এক ফোঁটা জল লিরিক্স | Mahtim Shakib | Bangla New Song 2022

New Bangla Song 2022

Song :  Ek Fota Jol | এক ফোঁটা জল

Singer : Mahtim Shakib

Lyric : Sheikh Nazrul

Tune : Fidel Naim

Music : Rezwan Sheikh

Asst : MD Eklas

Org : Mahabub Ahsan Shimul

Label : HM Voice

Ek Fota Jol Lyrics Bangla

এক ফোঁটা জল হয়তো নদীর কাছে কিছু নয়

তবে চোখ থেকে সে ঝরলেই অনেক কিছু হয়

কষ্ট হয়, খুব কষ্ট হয়।


চোখের সঙ্গে দেখাই শুধু থাকে না মিশে

যে কথা যায় না বলা, তা বলবে কিসে

না পাবার হিসেবটুকু চোখেরই শেষ সঞ্চয়

কষ্ট হয়, খুব কষ্ট হয়।


এক ফোঁটা জল হয়তো নদীর কাছে কিছু নয়

তবে চোখ থেকে সে ঝরলেই অনেক কিছু হয়।


তোমার চোখেই লেখা হবে আগামীর কবিতা আমার

তুমি স্বপ্ন হয়ে দেখার কাছে ফিরে এসো একবার।


তোমার চোখ ছাড়া আমার কোনো ভাষা নেই

সে ভাষার গল্প লেখা হোক চোখদুটি ভাসাতেই

সেই ভাসাতেই ভাসতে তোমার কিসের এতো ভয়

কষ্ট হয়, খুব কষ্ট হয়।


এক ফোঁটা জল হয়তো নদীর কাছে কিছু নয়

তবে চোখ থেকে সে ঝরলেই অনেক কিছু হয়।

সমাপ্ত

আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Post a Comment

দয়াকরে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন।

Previous Post Next Post
close