Adhunik Shahor Lyrics | আধুনিক শহর লিরিক্স | SI Tutul | Bangla New Song 2022
New Bangla song 2022
Song : Adhunik Shahor | আধুনিক শহর
Singer : SI Tutul
Lyric : Sheikh Nazrul
Tune : Rezwan Sheikh
Music : Rezwan Sheikh
Edit : Siju
Org By : Mahabub Ahsan Shimul
Label : HM Voice
Adhunik Shahor Lyrics Bangla
আধুনিক শহরের আমি একদম অচল মানুষ
যার তিন তিনবার বেহুশে একবার ফেরে হুশ
ঘাড়টা ধরে তার পারবে কি দিতে এক ধাক্কা
একটা আসন কিন্তু মিলে যাবে ঠিক ঠিক পাক্কা
চোখ বন্ধ করেও মিলে যাবে সাতবিঘা করিদর
এই না হলে কান মলে দেবে আধুনিক শহর
আমি ন্যাকা পায়ে দিতে চাই একটা ভোঁ দৌঁড়
নিজেকে এতো থাপড়াই তবু ফিরলো না ঘোর
জানি না কেনো পড়ে আছি, কেনো কাঁদি হাসি
নিদারুণ সভ্য যখন পোড়াচ্ছে সব রাঙাভোর
এই না হলে কান মলে দেবে আধুনিক শহর
তোমরা আমার জন্য সাজাও একটু অন্ধকার
চালাকির পা টিপে টিপে আমি হাঁটবো না আর
আমার অন্ধ চোখে থামুক যতো দেখার কারবার
নির্ঘুম চোখে বলবো না চেঁচিয়ে, এই আমি কার
তোমাদের নামে লিখে নাও আমার ঘর-দোর
এই না হলে কান মলে দেবে আধুনিক শহর
তোমরা আমার জন্য রেখে দাও, সব চিৎকার
বুঝি না মাথার ওপরে কেনো, উঠে গেছে ঘাড়
আমার তৃষ্ণার জলে এবার মিশিয়ে দাও বিষ
জানতে চেয়ো না কেনো ভুলেেছি, দোয়েলের শিস
সে কী আমি, যার ছিলো এক ডালিম ফুলের ভোর
যার সবকথা হচ্ছে সেলাই এ ফোঁড় ও ফোঁড়
তোমাদের নামে লিখে নাও আমার ঘর-দোর
এই না হলে কান মলে দেবে আধুনিক শহর।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।