Tumi Daak Naam Dile Lyrics | তুমি ডাক নাম দিলে লিরিক্স | Shaan & Monali Thakur | Paka Dekha Movie Song
Song: Tumi Daak Naam Dile
Movie - Paka Dekha
Singers - Shaan & Monali Thakur
Music - Jeet Gannguli
Lyrics - Srijato
Star Cast - Soham Chakraborty, Susmita Chatterjee, Kharaj Mukherjee, Laboni Sarkar, Sumanta Mukherjee, Dolon Roy & Deepankar De
Producer - Soham's Entertainment
Director - Premendu Bikash Chaki
Music Director - Jeet Gannguli
D.O.P - Soumyadipto Guin
Music on Zee Music Company
Tumi Daak Naam Dile Lyrics Bangla
তুমি ডাক নাম দিলে
মনটার তাকে আনলে কিনারায়
পাশে থাকবার মতো বন্ধু
সে কি চাইলে পাওয়া যায়
ছিল ভুল পথ
ছুটে মরবার তুমি সামলে নিলে খুব
কাছে থাকবার মতো বন্ধু
সে কি চাইলে পাওয়া যায়
আমি ডাকবই পাশে থাকবই
শত বৃষ্টি রোদ্দুরেই
ভালোবাসবার মতো বন্ধু
যেন চাইলে পাওয়া যায়
আমি ডাকবই পাশে থাকবই
শত বৃষ্টি রোদ্দুরেই
ভালোবাসবার মতো বন্ধু
যেন চাইলে পাওয়া যায়
তুমি ডাক নাম দিলে
মনটার তাকে আনলে কিনারায়
পাশে থাকবার মতো বন্ধু
সে কি চাইলে পাওয়া যায়
পাশে থাকবে যদি
আলোরেই মুঠো ভরো
চোখের মধ্যে নদী
ভালোবাসা প্রান্তর
মুঠোর মধ্যে রাখি
যত কান্নারা ছিল
হঠাত বন্ধু পাখি
কি আকাশ খুলে দিল
তুমি চৌকাঠ থেকে নামলেইপাবে
পৃথিবী আঙ্গিনায়
ভালোবাসবার মতো বন্ধু
যেন চাইলে পাওয়া যায়
সারাদিন রাত বসে ভাবছি তাকে
আকঁব আলপনায়
পাশে থাকবার মতো বন্ধু
সে কি চাইলে পাওয়া যায়
আমি ডাকবই পাশে থাকবই
শত বৃষ্টি রোদ্দুরেই
ভালোবাসবার মতো বন্ধু
যেন চাইলে পাওয়া যায়
আমি ডাকবই পাশে থাকবই
শত বৃষ্টি রোদ্দুরেই
ভালোবাসবার মতো বন্ধু
যেন চাইলে পাওয়া যায়
তুমি ডাক নাম দিলে
মনটার তাকে আনলে কিনারায়
পাশে থাকবার মতো বন্ধু
সে কি চাইলে পাওয়া যায়
তুমি ডাক নাম দিলে
মনটার তাকে আনলে কিনারায়
পাশে থাকবার মতো বন্ধু
সে কি চাইলে পাওয়া যায়
ছিল ভুল পথ
ছুটে মরবার তুমি সামলে নিলে খুব
কাছে থাকবার মতো বন্ধু
সে কি চাইলে পাওয়া যায়
আমি ডাকবই পাশে থাকবই
শত বৃষ্টি রোদ্দুরেই
ভালোবাসবার মতো বন্ধু
যেন চাইলে পাওয়া যায়
আমি ডাকবই পাশে থাকবই
শত বৃষ্টি রোদ্দুরেই
ভালোবাসবার মতো বন্ধু
যেন চাইলে পাওয়া যায়
তুমি ডাক নাম দিলে
মনটার তাকে আনলে কিনারায়
পাশে থাকবার মতো বন্ধু
সে কি চাইলে পাওয়া যায়
পাশে থাকবে যদি
আলোরেই মুঠো ভরো
চোখের মধ্যে নদী
ভালোবাসা প্রান্তর
মুঠোর মধ্যে রাখি
যত কান্নারা ছিল
হঠাত বন্ধু পাখি
কি আকাশ খুলে দিল
তুমি চৌকাঠ থেকে নামলেইপাবে
পৃথিবী আঙ্গিনায়
ভালোবাসবার মতো বন্ধু
যেন চাইলে পাওয়া যায়
সারাদিন রাত বসে ভাবছি তাকে
আকঁব আলপনায়
পাশে থাকবার মতো বন্ধু
সে কি চাইলে পাওয়া যায়
আমি ডাকবই পাশে থাকবই
শত বৃষ্টি রোদ্দুরেই
ভালোবাসবার মতো বন্ধু
যেন চাইলে পাওয়া যায়
আমি ডাকবই পাশে থাকবই
শত বৃষ্টি রোদ্দুরেই
ভালোবাসবার মতো বন্ধু
যেন চাইলে পাওয়া যায়
তুমি ডাক নাম দিলে
মনটার তাকে আনলে কিনারায়
পাশে থাকবার মতো বন্ধু
সে কি চাইলে পাওয়া যায়।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।