Ektu Pagol Na Hole Ki Lyrics | একটু পাগল না হলে কি লিরিক্স | Habib Wahid & Nancy | Bangla New Song 2022

Ektu Pagol Na Hole Ki Lyrics | একটু পাগল না হলে কি লিরিক্স | Habib Wahid & Nancy | Bangla New Song 2022

Ektu Pagol Na Hole Ki Lyrics | একটু পাগল না হলে কি লিরিক্স | Habib Wahid & Nancy | Bangla New Song 2022

Song: Ektu Pagol Na Hole Ki

Singer - Habib Wahid & Nancy

Lyricist - Asif Iqbal

Lebel: Habib Wahid

Ektu Pagol Na Hole Ki Lyrics Bangla

একটু পাগল না হলে কি ভালোবাসা যায়

মায়া দিয়ে স্বপ্নগুলো কে বলো সাজায়

একটু পাগল না হলে কি ভালোবাসা যায়

মায়া দিয়ে স্বপ্নগুলো কে বলো সাজায়।


ওপর থেকে এক ইশারায় সবই তো বদলায়

মনের ভেতর তোলপাড়ে সব উল্টেপাল্টে যায়

একটু পাগল না হলে কি ভালোবাসা যায়

মায়া দিয়ে স্বপ্নগুলো কে বলো সাজায়।


আমি ছিলাম কোন দুনিয়ায়

আর তুমি সে কোথায়

কীসের টানে হৃদয় জানে

কেন হারিয়ে যেতে চায়।


ও, এমনতর না হলে কি

হতো রে খুব ভালো

অন্ধকারে ডুবে যেতাম

কোথায় পেতাম আলো।


ওপর থেকে এক ইশারায় সবই তো বদলায়

মনের ভেতর তোলপাড়ে সব উল্টেপাল্টে যায়

একটু পাগল না হলে কি ভালোবাসা যায়

মায়া দিয়ে স্বপ্নগুলো কে বলো সাজায়।


এবার থাকো পাশাপাশি

যেও না আর দূরে

আকাশপারে গড়বো বাড়ি

মেঘের দেশে উড়ে।


ও, ভালোবাসা বলো না

কেন এমন হয়

কিছুতেই কোনো কিছু

আর মানে না যে হৃদয়।


ওপর থেকে এক ইশারায় সবই তো বদলায়

মনের ভেতর তোলপাড়ে সব উল্টেপাল্টে যায়

একটু পাগল না হলে কি ভালোবাসা যায়

মায়া দিয়ে স্বপ্নগুলো কে বলো সাজায়।

সমাপ্ত

আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Post a Comment

দয়াকরে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন।

Previous Post Next Post
close