Amay Niye Kew Ki Vabe Lyrics | আমায় নিয়ে কেউ কি ভাবে লিরিক্স | Badhon Sarker Puja | Bangla New Song 2022
New Bangla Song 2022
Song : Amay Niye Kew Ki Vabe | আমায় নিয়ে কেউ কি ভাবে
Singer : Badhon Sarker Puja
Lyric : Sheikh Nazrul
Tune : Fidel Naim
Music : Rezwan Sheikh
Cast : Dev, Raka & Puja
DOP : Alamin Hossain
Direction : Fidel Naim
Asst : MD Eklas
Org. By : Mahabub Ahsan Shimul
Label : HM Voice (Head Master Voice)
Amay Niye Kew Ki Vabe Lyrics Bangla
আমায় নিয়ে কেউ কি ভাবে
কোথায় আছি, কেমন আছি
গভীর রাতে কান্না পেলে
কেউ কি বলে, ভয় পেয়ো না
এই তো আমি কাছাকাছি।
সকালবেলা হঠাৎ জেগে
হাতড়ে ফেরে কেউ কি কারো
পিঠ ছুঁয়ে তার কেউ কি ছিলো
আলিঙ্গণে মুগ্ধ হতে একটিবারও
ইচ্ছে করে ঠোঁটের পরে ঠোঁটটি চেপে
দুষ্টমিতে ছড়ায় হাসি।
কেউ কি বলে ভয় পেয়ো না
এই তো আমি কাছাকাছি।
আগুন দুপুর, তেষ্টা ভীষণ
ছায়াও তখন খুব অকারণ
ঘাম ঝরঝর পোড়া কপাল
চোখ দুটিতে কষ্ট যে লাল
কেউ কি তখন গহীন জলে
ভাসিয়ে বলে ভালোবাসি।
কেউ কি বলে ভয় পেয়ো না
এই তো আমি কাছাকাছি।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।