Aajke Raatey Lyrics | আজকে রাতে লিরিক্স | Arijit Singh | Bismillah Movie Song
Song Credits :
Song - Aajke Raatey
Music - Indraadip Das Gupta
Lyrics - Srijato
Singer – Arijit Singh
Music Programming - Subhadeep Mitra
Sarod - Pratik Srivastava
Surmondal - Priyanka Chatterjee
Music Assistant - Shom Chatterjee
Recording Engineers –
Surmondal and Sarod recorded by Shiladitya Sarkar at On Air Theatre, Kolkata
Arijit Singh's Voice recorded by Sukanto Singha
Mixed and Mastered by Subhadeep Mitra at Open Reel Studios , Mumbai
Flute - Ashwin Srinivasan
Film Produced by KALIEDOSCOPE
Aajke Raatey Lyrics Bangla
আজকে রাতে চলে যেও না
আজকে রাতে চলে যেও না
ভালো যদি বাসো এই শ্যামেরে
ভালো যদি বাসো এই শ্যামেরে
না বলে যেও না
আজকে রাতে চলে যেও না, না
আজকে রাতে চলে যেও না।
থাকলে পাশে নয় রাত যদি থাকে
আজ পাশাপাশি হাত যদি থাকে
কোন সে বিরহে রাই কাঁদে একা
শ্যামেরও বাঁশি তাই কাঁদে একা।
থাকুক আঁধারে এই চরাচরে
তবু মোম জ্বলে যেয়ো না
আজকে রাতে .. না
আজকে রাতে চলে যেয়ো না
যেয়োনা, আজকে রাতে চলে যেয়ো না।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।