Keno Kanna Pay Lyrics | কেনো কান্না পায় লিরিক্স | Rishi Panda | Bangla New Song 2022
Song: Keno kanna pay
SInger, Mix - Rishi Panda
Bengali Lyrics - @Suranjan Das
Video - Subhadip Mondal
Edit & Color - RIshi Panda
Keno Kanna Pay Lyrics Bangla
হাঁটতে হাঁটতে দেখ পথ ফুরায়
আমাদের এই গল্পেরা ক্লান্ত হয়
তোমার চোখেও অল্প জল
কেন আমায় দেখেই মুখ লুকায়।
এই ক্লান্ত মন
শুধু চায় শ্রাবণ
শান্তি দাও এই ঘরের কোন
ঘর ঝাপসা হয়,ভালোবাসার দায়
তাকে বলতে পারিনি কেন কান্না পায়।
তোমার তুলির আঁচড় দিয়ে
তুমি বাড়িয়ে দিলে স্মৃতি র ঋণ
উঠোন ভেজা বৃষ্টি হয়
এই বুকের ভিতর রাত্রি দিন।
এই মেঘলা দিন
লাগে খুব মলিন
তাকে শান্তি দাও,হও শব্দহীন
সব হারিয়ে যায়,ভালোবাসার দায়
তাকে বলতে পারিনি কেন কান্না পায়।
খাতার ভাঁজে ফুলের খোঁজে
দেখ কাটছে এখন রাত্রিদিন
তোমার শাড়ির গন্ধে মেখে থাকা
আলগোছে এক সেফটিপিন।
সেই রঙ্গিন কাচ
সুখের দিন
ফিরবে না আর কোনোদিন
সব ফুরিয়ে যায়,ভালোবাসার দায়
তাকে বলতে পারিনি কেন কান্না পায়।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।