Jabo Bollei Jete Paro Na Lyrics | যাবো বললেই যেতে পারো না লিরিক্স | Samarjit Roy | Eid Bangla Song 2022
Song : Jabo Bollei Jete Paro Na | যাবো বললেই যেতে পারো না
Singer : Samarjit Roy
Lyric : Sheikh Nazrul
Tune : Pjeet Mohajon
Music : Real Ashique
Cast : Dev & Kobita
DOP, Edit & Color : Sheikh Sadi
Production Asst. : MD Eklas
Directions : Pjeet Mohajon
Org By : Mahabub Ahsan Shimul
Label : HM Voice (Head Master Voice)
Jabo Bollei Jete Paro Na Lyrics Bangla
যাবো বললেই যেতে পারো না
তোমার সঙ্গে মন যে আমারও বাধা
জোছনার চাঁদ যেমন আলোর সুরে সাধা
আমরা এখন, একা কেউ কারো না
যাবো বললেই যেতে পারো না
মনে টান পড়ে, যদি পাঁজর ভাঙতে চায়
সেই পাঁজরে সুতো বেঁধে ওড়ানো কী যায়
মন তো ঘুড়ি নয়, চেনে না আকাশ
উড়বে না, সুতো যতই ছাড়ো না
ভাঙচুর করে যদি সামনেই, শুধু যেতে হবে
পিছনে যা কিছু থেকে গেলো, সে কার তবে
শুধু চোখ নেবে, নেবে না দেখার ব্যথা
দুঃখ এমন ভাগ হতে পারে না
যাবো বললেই যেতে পারো না
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।