Eta Valobasa Noy Beshi Kichu Lyrics | এটা ভালোবাসা নয় বেশি কিছু লিরিক্স | Imran Mahmudul | Psycho
Song Credits:
Song: Eta Valobasa Noy Beshi Kichu
Singer : Imran Mahmudul
Tune & Music : Imran Mahmudul
Lyrics : Robiul Islam Jibon
Music Programming : Imran Mahmudul
Film Credits:
.............................................................................................
■ Movie - Psycho
■ Director – Anonno Mamun
■ Starring – Ziaul roshan, Pujja Cherry, Shahiduzzaman Selim, Rosey Siddiqui, Subrota dada, Farhan Khan Rio, Sanchita Datta, John Jahid, N.K. Masuk, L R Khan Shimanto, Jakir
Hossain, Nusrat Jahan, Sharmin mojumdar, M N Tanveer, Nusrat Nipa, Abdur Razzaque, Ahad,Amit, Sharmin imu.
■ Story : Anonno Mamun
■ dialogue : Anonno Mamun & Pappu Raz
■ DOP : Mehedi Rony and M.A Mannnan
■ Editor: Halim Ahmed Atish & Jamrul Razu
■costume- Masudrana Somoy
Produced By : Celebrity Production ► Website: http://itheatre.co
Eta Valobasa Noy Beshi Kichu Lyrics Bangla
আমি..বাঁচবো না তুই ছাড়া
এটা ভালবাসা নয় বেশি কিছু,
আমি.. থাকবো না তুই ছাড়া
যত স্বপ্ন আমার নেয় তোরই পিছু।
ও তোরই মত এত আপন আমার কেহ নাই
তোরই চোখে চেয়ে আমার পৃথিবী দেখতে পাই,
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই।
আমি বাঁচবো না তুই ছাড়া
এটা ভালোবাসা নয় বেশি কিছু।
যখনি দেখি তোকে, মনে হয় স্বপ্নলোকে
খুঁজে পেয়েছি আমার ঠিকানা,
মানিয়ে নে না এবার, জানিয়ে দে না এবার
করিস না আর তুই বাহানা।
ও তোরই মত এত আপন আমার কেহ নাই
তোরই চোখে চেয়ে আমার পৃথিবী দেখতে পাই,
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই।
আমি বাঁচবো না তুই ছাড়া
এটা ভালোবাসা নয় বেশি কিছু।
হাজার মুখের ভিড়ে
থাকিস তুই আমায় ঘিরে,
হৃদয়ে শুধু তোরই বাসনা।
এগিয়ে দে না আমায়, এগিয়ে নে না আমায়
একা এই পথে যাবো না।
ও তোরই মত এত আপন আমার কেহ নাই
তোরই চোখে চেয়ে আমার পৃথিবী দেখতে পাই,
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই।
আমি বাঁচবো না তুই ছাড়া
এটা ভালোবাসা নয় বেশি কিছু।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।