Eka Beche Achi Lyrics | একা বেঁচে আছি লিরিক্স | Sayed Ahmad Kalarab | Bangla New Gojol 2022
Song: Eka Beche Achi
Lyric: Mawlana Husainul Banna
Tune & Singer: Sayed Ahmad
Record: Abir Hasan
Mix Master: Khuzir Hayat
Edit & Color: Abdur Rahman
Eka Beche Achi Lyrics Bangla
নিঝুম রাতের আঁধারে
মিটিমিটি তারকা জ্বলে
হে রাসুল তুমি নেই
আমি শুধু আছি
একা একা বেঁচে আছি।
এই পৃথিবীর আঁধার আকাশ
আলোর নেই কোনো দিশা
তবুও আমি ডাকি যে তোমায়
ডাকি যে একা একা
তোমার নূরের দেখা পেতে
আজও আমি বসে আছি।
সুখের সেই দিনগুলো
চোখের জ্বলে ভেসে গেছে
আজও তোমার পানে চেয়ে আছি
ডাকবে তুমি মদীনাতে
তোমার ডাকে সাড়া দিব
সেই সুখে আমি আছি।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।