Darun Lyrics | দারুণ লিরিক্স | Anupam Roy | Bengali New Song 2022
Darun by Anupam Roy & Band ft. Sauraseni Maitra.
Audio Credits:
Music, lyrics and vocals – Anupam Roy
Guitars – Bodhisattwa Ghosh
Keyboard – Nabarun Bose
Sitar – Abhishek Mullick
Bass -Kaustav Biswas
Drums – Sandipan Parial
Tabla – Joy Nandy
Recorded by Srirup Chatterjee
Mixed & mastered by Debojit Sengupta at Polyphony - The Mix Room
Atmos mix by Debojit Sengupta and Tirthankar Mazumder
Video appearance credits for musicians
Guitars – Rishabh Ray
Keyboard – Nabarun Bose
Sitar – Abhishek Mullick
Bass -Kaustav Biswas
Drums – Sandipan Parial
Tabla – Anish
Video Credits:
Production House: Streetlight Films
Producer: Sudarshana Maitra
Concept, Direction: Rohan Basu
Cinematography: Pallab Gayen
Executive Producer: Arunava Middya
DA: Suman Saha
Chief AD: Arghyadeep Bhadury
AD: Bidisha Singha Mazumdar
Assistant Cameraman: Biresh Chandra Mali
Steadicam Operator: Santosh
Focus Puller: Mamtaz Dewan
Stylist: Sumit Sinha
Make-up Artist: Avirup Ganguly (Boom)
Hair Stylist: Mousumi Chetri
Art Director: Ummat Dhali and Prasenjit Dey
Production Manager: Sudev Paul and Somnath Dey
Edit, VFX: Pallab Gayen
Colourist: Prosenjit Banerjee
Cast Coordinator: Vicky Deep Dutta
Supporting Cast: Manpreet, Amit, Sunit Dutta, Varun, Maruf, Ahsan Khan, Subha Ranjan, Tariq, Prithwis, Vikramjit, Abhisek, Susmita, Ankita, Priya, Moumita, Aratrika, Abhiraj, Arup
BTS: Ashish Bag
Darun Lyrics Bangla
আমাকে কি প্রথম দিনে
গেঁথেছিলে গোপন পীনে,
শাড়ির ওই আঁচল জানে
ওভাবে তাকানোর মানে।
বসলে ভালো খামখেয়ালে
খামোখা এ গান লেখালে,
আনমনে হাতটা ধরে
নিলে সবই কবজা করে।
আমিও তো নিজে, প্রেমে ভিজে
এখনও থামিনি যে।
যা ছোঁয়া যায় না
যা পাওয়া যায় না,
যা বোঝা যায় না
তা তো দারুন।
তোমাকে ছবিতে দেখি
আরও কাছে যদি পাই,
জানি তুমি আজ ভীষণ ব্যস্ত
তবুও কিছুটা চাই।
তুমি থাকো তোমার সুরে
তুমি যাবে অনেক দূরে,
বাসলে ভালো খামখেয়ালে
খামোখা এ গান লেখালে।
আমিও তো নিজে, প্রেমে ভিজে
এখনও থামিনি যে।
যা ছোঁয়া যায় না
যা পাওয়া যায় না,
যা বোঝা যায় না
তা তো দারুন।
তুমি ছুঁড়ে দিলে আলো
মেপে দিলে পরিমান,
আমি আর একটু চেয়ে ফেলি
মেনে পুরুষের অভিধান।
তুমি থাকো তোমার সুরে
তুমি যাবে অনেক দূরে,
বাসলে ভালো খামখেয়ালে
খামোখা এ গান লেখালে,
আমিও তো নিজে, প্রেমে ভিজে
এখনও থামিনি যে।
যা ছোঁয়া যায় না
যা পাওয়া যায় না
যা বোঝা যায় না
তা তো দারুন।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।