Boro Eka Eka Lage Tumi Bihone Lyrics | বড় একা একা লাগে তুমি বিহনে লিরিক্স | Porshi | Bangla New Song 2022
Song: Boro Eka
Singer : Porshi
Album : Porshi 2
Lyric, Tune & Music : Zooel Morshed
Cast : Porshi , Azim , Sabbir , Obiora
DOP & Director : Chandan Chowdhury
Label : Agniveena
Boro Eka Eka Lage Tumi Bihone Lyrics Bangla
বড় একা একা লাগে তুমি বিহনে
বড় শুণ্য শুণ্য লাগে তোমার কারণে,
বড় একা একা লাগে তুমি বিহনে
বড় শুণ্য শুণ্য লাগে তোমার কারণে।
ভুল বুঝে ভুল করে, মনটাকে ভেঙ্গে চুরে
পারবে কি ছেড়ে যেতে, তুমি কভু দূরে,
যায় যদি যাক না সময়,
যেও না তুমি অকারণে
বাসবো ভাল যে আমি তোমাকে মনে প্রাণে।
বড় একা একা লাগে তুমি বিহনে
বড় শুণ্য শুণ্য লাগে তোমার কারণে,
বড় একা একা লাগে তুমি বিহনে
বড় শুণ্য শুণ্য লাগে তোমার কারণে।
কার ছবি পৃথিবীটা সুন্দর লাগে
হয়নি কখনো আমার
তোমায় কাছে পাবার আগে,
কার ছবি পৃথিবীটা সুন্দর লাগে
হয়নি কখনো আমার
তোমায় কাছে পাবার আগে।
যায় যদি যাক না সময়
যেও না তুমি অকারণে
বাসবো ভাল যে আমি তোমাকে মনে প্রাণে।
বড় একা একা লাগে তুমি বিহনে
বড় শুণ্য শুণ্য লাগে তোমার কারণে।
সূর্য যেমন তার'ই আলোয় রাঙালো চাঁদয়ের ভুবন
স্পর্শ তোমার দিনের আলোয়, আমার সারাটা জীবন,
সূর্য যেমন তার'ই আলোয় রাঙালো চাঁদয়ের ভুবন
স্পর্শ তোমার দিনের আলোয় আমার সারাটা জীবন।
যায় যদি যাক না সময় যেওনা তুমি অকারণে
বাসবভাল যে আমি তোমাকে মনে প্রাণে।
একা একা লাগে তুমি বিহণে,
বড় শুন্য শুন্য লাগে তোমার কারণে।
ভুল বুঝে ভুল করে মনটাকে ভেঙ্গে চুড়ে
পারবে কি ছেড়ে যেতে তুমি কভু দূরে,
যায় যদি যাক না সময় যেওনা তুমি অকারণে
বাসবভাল যে আমি তোমাকে মনে প্রাণে।
বড় একা একা লাগে তুমি বিহনে,
বড় শুণ্য শুণ্য লাগে তোমার কারণে।
বড় একা একা লাগে তুমি বিহনে,
বড় শুণ্য শুণ্য লাগে তোমার কারণে।
বড় একা একা লাগে তুমি বিহনে,
বড় শুণ্য শুণ্য লাগে তোমার কারণে।
বড় একা একা লাগে তুমি বিহনে,
বড় শুণ্য শুণ্য লাগে তোমার কারণে।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।