Tumi Amar Chokhe Thako Lyrics | তুমি আমার চোখে থাকো লিরিক্স | Putul | Bangla New Song 2022
New Bangla Song 2022
Song : Tumi Amar Chokhe Thako | তুমি আমার চোখে থাকো
Singer : Putul Sajia Sultana
Lyric : Sheikh Nazrul
Tune : Fidel Naim
Music : Rezwan Sheikh
Cast : Putul
DOP : Alamin Hossain
Direction : Fidel Naim
Asst : MD Eklas
Org. By : Mahabub Ahsan Shimul
Label : HM Voice (Head Master Voice)
Tumi Amar Chokhe Thako Lyrics Bangla
তুমি আমার চোখে থাকো
তুমি আমার বুকে থাকো
আর কারো নয় আমি চাই
তুমি আমার শুধু আমার
কেবল আমার খবর রাখো
তুমি আমায় ছুয়ে ছুয়ে থাকো
আমি হতে পারি খুব পর
তুমি চোখে চোখে রাখো আমায়
আমাকে খুঁজছে বুনোঝড়
আমাকে তুমি ভরপুর ডাকো
তুমি আমার শুধু আমার
কেবল আমার খবর রাখো
ভুল করো যদি কী করে আমায় পাবে
আমাকে কিন্তু অন্য কেউ নিয়ে যাবে
বুকটা ভরে যাবে অনেক প্রেমে
তবু থাকবে এ মন খুব অভাবে
তুমি আমার হাত ধরে রাখো
আমি ভুল করে হতে পারি দূর
তুমি ছিঁড়ে ফেলো পথের ঠিকানা
আমি ভুল পখে হবো না ঘুর
আমাকে তুমি খুব গোপনে ঢাকো
তুমি আমার শুধু আমার
কেবল আমার খবর রাখো
তুমি আমার চোখে থাকো
তুমি আমার বুকে থাকো
আর কারো নয় আমি চাই
তুমি আমার শুধু আমার
কেবল আমার খবর রাখো
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।