Tor Mon Akashe Lyrics | তোর মন আকাশে লিরিক্স | Arfin Rumey | Bangla New Song 2022
Song: Tor Mon Akashe
Singer: Arfin Rumey
Lyrics: Arif Hossen Babu
Tune & Music: Arfin Rumey
Video: Yasin Bin Arian
Label: Arin Multimedia
Tor Mon Akashe Lyrics Bangla
তোর মন আকাশে বন্ধু ঘুড়ি হয়ে উড়ি
তুই বিহনে একা আবার অনলেতে পুড়ি।
তোর হাতেই লাটাই বন্ধু মনের সুতোয় বাধা
তোর পরানে আমার পরান একি সুরে গাঁথা,
তোর হাতেই লাটাই বন্ধু মনের সুতোয় বাধা
তোর পরানে আমার পরান একি সুরে গাঁথা।
তোর মন আকাশে বন্ধু ঘুড়ি হয়ে উড়ি
তুই বিহনে একা আবার অনলেতে পুড়ি।
মনের খাচায় তুই যে আমার পোষা ময়না পাখি
খুব জাতনে থাকিস সেথায় দেসনা বন্ধু ফাঁকি,
মনের খাচায় তুই যে আমার পোষা ময়না পাখি
খুব জাতনে থাকিস সেথায় দেসনা বন্ধু ফাঁকি।
মনের জমিন লিখে দিতে নেই রে কোনো বাধা
তোর পরানে আমার পরান একি সুরে গাঁথা।
তোর হাতেই লাটাই বন্ধু মনের সুতোয় বাধা
তোর পরানে আমার পরান একি সুরে গাঁথা।
তোর মন আকাশে বন্ধু ঘুড়ি হয়ে উড়ি
তুই বিহনে একা আবার অনলেতে পুড়ি।
তোর মনের কারাগারে রাখিস আমায় বন্দি
যেখানে দুজন মিলে করবো প্রেমের সন্ধি,
তোর মনের কারাগারে রাখিস আমায় বন্দি
যেখানে দুজন মিলে করবো প্রেমের সন্ধি।
দুই মনেতে এক মন হতে নেই রে কোন বাধা
তোর পরানে আমার পরান একি সুরে গাঁথা।
তোর হাতেই লাটাই বন্ধু মনের সুতোয় বাধা
তোর পরানে আমার পরান একি সুরে গাঁথা।
তোর মন আকাশে বন্ধু ঘুড়ি হয়ে উড়ি
তুই বিহনে একা আবার অনলেতে পুড়ি।
তোর হাতেই লাটাই বন্ধু মনের সুতোয় বাধা
তোর পরানে আমার পরান একি সুরে গাঁথা,
তোর হাতেই লাটাই বন্ধু মনের সুতোয় বাধা
তোর পরানে আমার পরান একি সুরে গাঁথা।
তোর হাতেই লাটাই বন্ধু মনের সুতোয় বাধা
তোর পরানে আমার পরান একি সুরে গাঁথা,
তোর হাতেই লাটাই বন্ধু মনের সুতোয় বাধা
তোর পরানে আমার পরান একি সুরে গাঁথা।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।