Tor Jonno Koto Mayare Lyrics | তোর জন্য কত মায়ারে লিরিক্স | Imran Mahmudul & Kona | Psycho Movie Song
Song Credits:
Song: Tor Jonno Koto Mayare
Singer : Imran Mahmudul & Kona
Tune & Music : Imran Mahmudul
Lyrics : Kabir Bakul
Music Programming : Imran Mahmudul
Lebel: iTheatre
Film Credits:
■ Movie - Psycho
■ Director – Anonno Mamun
■ Starring – Ziaul roshan, Pujja Cherry, Shahiduzzaman Selim, Rosey Siddiqui, Subrota dada, Farhan Khan Rio, Sanchita Datta, John Jahid, N.K. Masuk, L R Khan Shimanto, Jakir
Hossain, Nusrat Jahan, Sharmin mojumdar, M N Tanveer, Nusrat Nipa, Abdur Razzaque, Ahad,Amit, Sharmin imu.
■ Story : Anonno Mamun
■ dialogue : Anonno Mamun & Pappu Raz
■ DOP : Mehedi Rony
■ Editor: Akramul Hoque
■ Produced By : Celebrity Production
Enjoy and connect with us
Tor Jonno Koto Mayare Lyrics Bangla
আহারে তোর জন্য কত মায়ারে
আহারে তোর জন্য কত মায়ারে।
তোকে ভেবে চোখ বুঝি
অনুভবে তোকে খুঁজি,
দুরে গেলে কাছে খুঁজি
তোর ছায়ারে।
আহারে তোর জন্য কত মায়ারে
আহারে তোর জন্য কত মায়ারে।
কাছে তোর আসি যতো
প্রেমে পরেছি ততো,
তোর ভালোবাসায়
আমি ডুবে মরেছি ততো।
কাছে তোর আসি যতো
প্রেমে পরেছি ততো,
তোর ভালোবাসায়
আমি ডুবে মরেছি ততো।
ভাসিয়ে দিবো জীবন তরী
পথ সাগর জোয়ারে,
একটু যদি পাই তরই
সুখ ছোঁয়ারে।
আহারে তোর জন্য কতো মায়ারে
আহারে তোর জন্য কতো মায়ারে।
জোনাকি দিশেহারা
নিভে রাতেরই তাঁরা,
পৃথিবীতে আমি বড়
একা তোকে যে ছাড়া।
জোনাকি দিশেহারা
নিভে রাতেরই তাঁরা,
পৃথিবীতে আমি বড়
একা তোকে যে ছাড়া।
একটাই তো আমারই তুই
লক্ষ কোটি হাজারে,
হৃদয় রাজ্যে তুই রানি
আমি রাজা রে।
আহারে তোর জন্য কতো মায়ারে
আহারে তোর জন্য কতো মায়ারে।
তোকে ভেবে চোখ বুঝি
অনুভবে তোকে খুঁজি,
দুরে গেলে কাছে খুঁজি
তোর ছায়ারে।
আহারে তোর জন্য কত মায়ারে
আহারে তোর জন্য কত মায়ারে।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।