Sotto Neyer Senani Lyrics | সত্য ন্যায়ের সেনানী লিরিক্স | Sayed Ahmad | Kalarab New Gojol
Song: Sotto Neyer Senani
Singer: Sayed Ahmad
Lyric: Kobi Ruhul Amin
Tune: Aynuddin Al Azad
Record: Abir Hasan
Mix master: Khizir Hayat
Video & Color: Abu Bakkar Siddik
Sotto Neyer Senani Lyrics Bangla
সত্য ন্যায়ের সেনানী আমরা বাংলার বীর মুসলাম
আমরা অজেয় আমরা ওমর তৌহিদী সুধা করেছি পান (৩)
মানিনাকো বাধা জানিনাকো ভয় হৃদে নেই কোনো দ্বিধা সংশয় (২)
মোরা দূর্বার চির দূর্জয় মহা সত্যের গাহি যে গান
সত্য ন্যায়ের সেনানী আমরা বাংলার বীর মুসলাম
আমরা অজেয় আমরা ওমর তৌহিদী সুধা করেছি পান (২)
বিরাট মূলুক করেছি বিজয় মাত্র সতের ঘোড় সাওয়ার
জায়নামাজকে কিশতি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার (২)
তরবারি নয় শুধু তাকবীর করেছি আনত দুশমন শীর (২)
সেই নাদে আজ জালালাবাদের নারাঙ্গীবন কম্পমান
সত্য ন্যায়ের সেনানী আমরা বাংলার বীর মুসলাম
আমরা অজেয় আমরা ওমর তৌহিদী সুধা করেছি পান (২)
বাঘেরহাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত
৬০ গম্বুজ আজো ঘষে সেই গৌরবগাঁথা দিন রাত (২)
সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় (২)
ঠাকুর দীঘির ঘাটে আজো গাহে কুমিরের দল খানজাহান
সত্য ন্যায়ের সেনানী আমরা বাংলার বীর মুসলাম
আমরা অজেয় আমরা ওমর তৌহিদী সুধা করেছি পান (২)
বাঁশের কেল্লা গড়েছি আমরা ভয় করিনিকো তোপকামান
শীর দিছি তবু দিনি আমামা প্রান দিছি তবু দিনি মান (২)
শত্রু মুক্ত করিতে ওয়াতান অকাতরে খুন করিয়াছি দান (২)
এই শীর নত করিনি কোথাও উচ্চ রেখেছি জয় নিশান
সত্য ন্যায়ের সেনানী আমরা বাংলার বীর মুসলাম
আমরা অজেয় আমরা ওমর তৌহিদী সুধা করেছি পান (২)
সত্য ন্যায়ের সেনানী আমরা বাংলার বীর মুসলাম
আমরা অজেয় আমরা ওমর তৌহিদী সুধা করেছি পান (৩)
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।