Rongin Hawa Lyrics | রঙ্গিন হাওয়া লিরিক্স | Arfin Rumey & Nancy | Eid Exclusive Bangla New Song
Song: Rongin Hawa | রঙ্গিন হাওয়া | Bangla Music Video 2017
Singer: Arfin Rumey & Nancy | আরফিন রুমি ও ন্যান্সি
Lyrics: Sohel Arman
Tune & Music : Arfin Rumey
Album: Bhalobashi Tomay
Director: Alimuzzaman Sony
Label : Sangeeta
Online Partner: POD
Rongin Hawa Lyrics Bangla
শোনো এ হৃদয় কি বলে
আমি আর একা নেই,
জানো এ সময় কি বলে
যত সুখ তোমার কাছেই।
শোনো এ হৃদয় কি বলে
আমি আর একা নই
জানো এ সময় কি বলে
যত সুখ তোমার কাছেই।
রঙিন হাওয়ায় পাল তুলেছি
তোমারই সাথে,
মনের ঘুড়ি উড়ছে শুধু
তোমারই আকাশেই।
রঙিন হাওয়ায় পাল তুলেছি
তোমারই সাথে,
মনের ঘুড়ি উড়ছে শুধু
তোমারই আকাশেই।
কতদিন, কতরাত ভালোবাসা বুনেছি
আমি এ হৃদয়ে জমিনে,
লা লা...
এত সুখ, এতদিনে পাখা মেলে
দিয়েছিলে নীলে মনের গহীনে।
চাঁদ তারা, ফুল, পাখি
সবাই তো জানে।
রঙিন হাওয়ায় পাল তুলেছি
তোমারই সাথে,
মনের ঘুড়ি উড়ছে শুধু
তোমারই আকাশেই।
রঙিন হাওয়ায় পাল তুলেছি
তোমারই সাথে,
মনের ঘুড়ি উড়ছে শুধু
তোমারই আকাশেই।
হাতে হাত রেখে দুজন হেঁটে যাব
সাগর তীরে প্রণয় প্রহরে,
লা লা...
মনে কর তুমি আমি এক হয়ে
গিয়েছি মিশে সাগর জোয়ারে।
প্রেমহীন শব্দগুলো
হারিয়ে গেছে দূরে।
রঙিন হাওয়ায় পাল তুলেছি
তোমারই সাথে,
মনের ঘুড়ি উড়ছে শুধু
তোমারই আকাশেই।
রঙিন হাওয়ায় পাল তুলেছি
তোমারই সাথে,
মনের ঘুড়ি উড়ছে শুধু
তোমারই আকাশেই।
শোনো এ হৃদয় কি বলে
আমি আর একা নই
জানো এ সময় কি বলে
যত সুখ তোমার কাছেই।
রঙিন হাওয়ায় পাল তুলেছি
তোমারই সাথে,
মনের ঘুড়ি উড়ছে শুধু
তোমারই আকাশেই।
রঙিন হাওয়ায় পাল তুলেছি
তোমারই সাথে,
মনের ঘুড়ি উড়ছে শুধু
তোমারই আকাশেই।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।