Premer Golap Lyrics | প্রেমের গোলাপ লিরিক্স | RA Azmir | Akhi Islam | Bangla New Song 2022
Song : Premer Golap
Singer : RA Azmir
Lyrics : AlexAbdus Salam
Tune & Music : AH Turjo
Cast : Dustu Forhad & Akhi Islam
DOP : MK Mosharof
Edit : Soykat Mamun
Colour : Fokrul Islam
Story & Direction : Soykat Mamun
Co-ordinated By Antor Hasan
Label : Antor Multimedia
Special Thanks : Real Ashique
Premer Golap Lyrics Bangla
প্রেমের গোলাপ দিয়া প্রিয়া
গেলো কার সাথে
মনটা পোড়ে প্রিয়ার লাগি
প্রতি টা রাতে।
প্রিয়ার মনে প্রেম ছিলো না
ছিলো বাহানা
ভালো বাইসা দিলো শুধু
আমায় যন্ত্রণা।
প্রেমের গোলাপ হাতে নিয়া
পেলাম কাটার আচড়
আমার প্রিয়া মস্ত বড়
ছিলো সার্থ পর।
প্রেমের গোলাপ লাল ভাবিলাম
থাকতে আমি সুখে
বিষের ছোবল মারলো প্রিয়া
আমার সরল বুকে।
বিষে বিষে এখন আমি
নাইরে ভালো আর
প্রেম করিয়া হইলো আমার
কলিজা ছারখার।
প্রেমের গোলাপ হাতে নিয়া
পেলাম কাটার আচড়
আমার প্রিয়া মস্ত বড়
ছিলো সার্থ পর।
প্রিয়ার লাগি রোজই আমি
পোড়ায় রে আমাকে
অন্তর পোড়া মানুষ আমি
দেখায় বলনা কাকে।
বিষে বিষে এখন আমি
নাইরে ভালো আর
প্রেম করিয়া হইলো আমার
কলিজা ছারখার।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।