Poth Jana Nei Lyrics | পথ জানা নেই লিরিক্স | Arfin Rumey & Porshi | Chaya Chobi Movie Song
Song : Path Jana Nei
Movie : Chaya Chobi (2012)
Director : Mohammad Mostafa Kamal Raz
Starring : Arifin Shuvoo & Purnima
Singer : Arfin Rumey and Porshi
Lyrics : Mahmud Manjur
Tune & Music : Arfin Rumey
Lebel: CINEMAWALA
Poth Jana Nei Lyrics Bangla
পথ জানা নেই
এই তুমি আছো পাশে,
সেই তুমি কই
মন ভালো নেই।
পথ জানা নেই
এই তুমি আছো পাশে,
কি করে বলি বলো
আমি তো আমার নই।
মন যেন জলে ভাসা বরষা কদম ফুল
মন যেন বুক পকেটে পুশে রাখা ভুল।
পথ জানা নেই
এই তুমি আছো পাশে,
কি করে বলি বলো
আমি তো আমার নই।
ছায়া ছায়া কার মায়া
আগলে আছে আমার সূর্যদীঘল পথ,
ঐ মুখো পথের বাঁকে
বসবে না বুঝি ভালবাসার রথ।
পথ জানা নেই
এই তুমি আছো পাশে,
সেই তুমি কই
মন ভালো নেই।
পথ জানা নেই
এই তুমি আছো পাশে,
কি করে বলি বলো
আমি তো আমার নই।
মন যেন জলে ভাসা বরষা কদম ফুল
মন যেন বুক পকেটে পুশে রাখা ভুল।
পথ জানা নেই
এই তুমি আছো পাশে,
কি করে বলি বলো
আমি তো আমার নই।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।