Kotota Raat Lyrics | কতটা রাত লিরিক্স | Lagnajita Chakraborty | Mimi Chakraborty | Mini Movie Song
Song Credits:
Song: Kotota Raat
Singer: Lagnajita Chakraborty
Film Title: Mini
Artist: Lagnajita Chakraborty
Music Director: Mainak Mazoomdar
Lyricist: Nilanjan Chakraborty
Filmstar: Mimi Chakraborty & Ayanna Chatterjee
Director: Mainak Bhaumik
Produced & Designed: Mainak Mazoomdar
Music AD & Sound Engineer: DevJeet Roy Chowdhury
Rhythm Design: Soumya Mukherjee
Musicians :
Acoustic Guitar, Bass Guitar, Mandolin & blues harp: Raja Chowdhury
Sarangi: Makshud Aman
Keys: Mainak Mazoomdar
Recording Engineers: Annreeju Ray at Aural Workstation, Shiladitya Sarkar at On Air Theatre, Kolkata
Mixed & Mastered by: Debojit Sengupta at POLYPHONY - THE MIX ROOM
Presented By: Prasen'er Dolbol.
Lebel: Saregama Bengali
Kotota Raat Lyrics Bangla
রাতের স্বপ্নে রাখা থাকুক
তোমার আমার হিসেব যত,
কতটা রাত হলে আবার
সকাল হবে আগের মত,
কতটা রাত হলে আবার
সকাল হবে আগের মত।
তুমি নেই রোদ্দুর ফেলে গেছে
ছায়াগুলো,
কারা যেন শিশিরের গাল ছুঁয়ে
চোখ মুছে গেল।
আমি নিজেকেই নিজে ডাকি
তোমার দেওয়া ডাকনাম,
বাতাসের মেয়ে তুমি
পেখমেই জন্মের দাগ।
তবুও যত্নে রাখা থাকুক
তোমার আমার হিসেব যত,
কতটা রাত হলে আবার
সকাল হবে আগের মত,
কতটা রাত হলে আবার
সকাল হবে আগের মত।
তুমি নেই কার কাছে কথা দিয়ে
ভুলে যাব আমি,
কার চোখে ধরা দেবো
কার নামে দোষ দেবে তুমি,
তুমি হারিয়ে গিয়েছ মেঘে
বৃষ্টি নামেনি কতদিন,
আমার স্বপ্ন ভেঙে জন্ম নিয়েছ প্রতিদিন।
সেই স্বপ্নেই লেখা থাকুক
তোমার আমার হিসেব যত,
কতটা রাত হলে আবার
সকাল হবে আগের মত।
কতটা রাত হলে আবার
সকাল হবে আগের মত,
কতটা রাত হলে আবার
সকাল হবে আগের মত।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।