Hoilo Podda Setur Udbodhon Lyrics | হইলো পদ্মা সেতুর উদ্বোধন লিরিক্স | Akash Mahmud | New Song 2022
Song : Hoilo Podda Setur Udbodhon (Podda Setu-6)
Singer : Akash Mahmud
Lyric : Jakir Master
Tune & Music : Akash Mahmud
Camera Assistant : Hridoy, Shihab, Mithun & Partho
Label : Akash Dream Music
Mix-master, DOP, Edit , Color & Direction : Ashique Mahmud
Hoilo Podda Setur Udbodhon Lyrics Bangla
অবশেষে হইলো স্বপ্ন বাস্তবায়ন
সেই খুশিতে নাচে আজি সব বাঙালির মন,
অবশেষে হইলো স্বপ্ন বাস্তবায়ন
সেই খুশিতে নাচে আজি সব বাঙালির মন।
ওরে বাঙ্গালী কি করতে পারে দেখাইলো এখন
ওরে আয়রে তোরা দেখে যা, হইল পদ্মা সেতুর উদ্বোধন
ওরে আয় রে বিশ্ব দেখে যা, হলো স্বপ্নের সেতুর উদ্বোধন
বঙ্গবন্ধুর স্বপ্নের সেতু দেখতে চমৎকার
উপহার দিলো শেখ হাসিনার সরকার
দেশের রাজস্ব আর প্রবাসীর রেমিটেন্স,
প্রকল্পে জড়িত যারা সুস্থ তাদের সেন্স
হাজার হাজার শ্রমিক মিলে করছে তারা কাজ,
সকাল বেলা শুরু করে পেরিয়ে গেছে সাজ
শীতের কাঁপন গ্রীষ্মের দহন করে অবহেলা ,
তাদের শ্রমে জাতির হলো আজকে সুখের মেলা
কঠোর পরিশ্রমে হল সেতুর উন্মোচন।
পদ্মার উপর সেতু হইলো এগিয়ে গেল দেশ,
বিশ্বের বুকে উচু মাথা সোনার বাংলাদেশ
মালামাল বহনে এখন যানজটের নাই ভয় ,
কারখানা উঠবে গড়ে বাড়বে দেশেরই আয়
কাঁচামাল আর নষ্ট হবার নাইরে এখন ভয়,
ঘাটে বসে থাকার কষ্ট করেছিরে জয়
এপার ওপার সব মানুষের হাসি মাখা মুখ,
পদ্মা সেতু হওয়ায় তাদের দূর হয়েছে দুখ
উন্নতি হইবে বাড়বে রাজস্ব দ্বিগুণ।
এত বাঁধার পরেও ঝুঁকি নিছিলো সরকার,
বাংলাদেশে পদ্মা সেতু ছিলোরে দরকার
ঘাট পাড়িতে সময় লাগতো ঘন্টার পর ঘন্টা ,
অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে ছিল উৎকণ্ঠা
সেতুর দুই পাড়ের রাস্তা যেন রানওয়ে
সকল প্রকার গাড়ি এবার চলবে নির্ভয়ে,
আল্লাহ যদি সহায় থাকে থাকবে না রে ভয়,
বাঁচবে টাকা সময় হবে না আর অপচয়
সেতু দিয়ে যাইতে সময় লাগবে অল্পক্ষণ।
দেখতে সেতু মনকাড়া রাতের বেলাও বেশ,
দেখে যাওনা এই সেতুর রূপের নাইকো শেষ
মাল্টিপুল সেতুতে চলবে হরেক রকম গাড়ি,
রেলে চড়ে দারুন মজা দৃশ্যও বাহারি
দক্ষিণবঙ্গের কাছে ঢাকা থাকবে না আর দূর
তরতাজা কাঁচামালে ঢাকা হবে ভরপুর
বাংলাদেশের জনগন পাবে সেতুর সুফল
হিংসা-বিদ্বেষ যাই ভুলে , ভুলিরে দল বেদল
জাকির মাস্টার লিখলো আকাশ গাইল দিয়ে মন।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।