Emon Kore R Chaina Lyrics | এমন করে আর চাইনা লিরিক্স | Avraal Sahir & Anisha | Separation Natok Song
Song : Emon Kore R Chaina ( Bheng Gele )
Singer : Avraal Sahir & Atiya Anisha
Lyric : M A Alam Shuvo
Tune : Avraal Sahir
Music : Avraal Sahir
Drama : Separation
Label : CD Choice
Cast : Musfiq R Farhan & Parsa Evana
Director : Mahmud Mahin
Publicity Design: Masum Billah
Drama Link : https://youtu.be/ZVty9ZzmzWg
এই গানটি আপনার মোবাইলে সেট করতে পারেন নিচে কোড দেয়া হল:
WELCOME TUNE CODE:
GP | ROBI | AIRTEL | TELETALK | BANGLA LINK : 10606201
গ্রামীনফোনের গ্রাহকরা এই গানটি ওয়েলকামটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে WT লিখে স্পেস দিয়ে 10606201 টাইপ করে পাঠিয়ে দিন 24000 নাম্বারে
রবির গ্রাহকরা এই গানটি গুনগুন সেট করতে মেসেজ অপশনে গিয়ে GET লিখে স্পেস দিয়ে5 10606201 টাইপ করে পাঠিয়ে দিন 8466 নাম্বারে
বাংলালিংক গ্রাহকরা এই গানটি আমারটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে down লিখে স্পেস না দিয়ে 10606201 টাইপ করে পাঠিয়ে দিন 2222 নাম্বারে
এয়ারটেল গ্রাহকরা এই গানটি কলারটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে CT লিখে স্পেস দিয়ে 10606201 টাইপ করে পাঠিয়ে দিন 23123 নাম্বারে
Emon Kore R Chaina Lyrics Bangla
এই পথটা দুভাগ করে
দু'জন হারাই দু'দিকে
ভেতরটা যাচ্ছে পোড়ে,
স্বপ্ন গুলো ঘুমের ঘরে
একাকী যাচ্ছে উড়ে
পরিনি রাখতে ধরে।
ভেঙে গেলে হৃদয়ের আয়না
প্রতি ছবি দেখা যায় না,
এ জীবনের মানে হয় না
এমন করে আর চায় না।
ভেঙে গেলে রিদয়ের আয়না
প্রতি ছবি দেখা যায় না,
এ জীবনের মানে হয় না
এমন করে আর চায় না।
সময় ঠিকই আছে
শুধু বদলে গেছি দু'জন,
সবটা লাগে মিছে
এত দিনের মধুর খন।
জীবনের কিছু চাওয়া
হয়না কখনো পূরণ,
এত স্বাধের পথ চলা
হয়না সারাজীবন।
তবুও স্বপ্ন দেখি রাত
সত্যি হয়ে উঠে না।
ভেঙে গেলে রিদয়ের আয়না
প্রতি ছবি দেখা যায় না,
এ জীবনের মানে হয় না
এমন করে আর চায় না।
ভেঙে গেলে রিদয়ের আয়না
প্রতি ছবি দেখা যায় না,
এ জীবনের মানে হয় না
এমন করে আর চায় না।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।