Bhalobashar Bhitte Lyrics | ভালোবাসার ভিটে লিরিক্স | Anindya Chatterjee | Bela Shuru Movie Song
Song Credits : ভালোবাসার ভিটে
Singers : Anindya Chatterjee , Pramshmita Paul, Prabuddha Banerjee
Lyrics and tune : Anindya Chatterjee
Arrangement , Guitar ,
Harmonica : Prabuddha Banerjee
Recordist : Srirup Chatterjee
Recording Studio : Raja's, Kolkata
Final Mix and Mastered by: Bishwadeep Chatterjee
Lebel: Times Music Bangla
Bhalobashar Bhitte Lyrics Bangla
কই গেলা রে...বন্ধু, কই রইলা রে
আমারে ছাড়িয়া রে বন্ধু, কই গেলা রে।
জিক জিক জিক ময়ান সিং
ঢাকা যাইতে কত্তদিন
এক মাস তেরো দিন।
কু.....
এক সে ময়মন সিংহের গাঁয়
পোস্টঅফিস হরিনপুর
নীল খামের ভেলায় ভাসছে শঙ্খচিল,
কোথা যেনো আদি নিবাস তার
ভোরবেলার অন্ধকার
সেই ঘরের চৌকাঠ পেরোনো মুশকিল।
একটেরে নদীর ছিল নাম
আর সোনাইদীঘি গ্রাম
আজ দুচোখ বুজলে
শৈশব স্বপ্নবান,
কিছু রং হারানো ফুল
পেলো দুঃখী এক ইশকুল
সেই ধানের ক্ষেতের, সোনালী আঘ্রাণ।
ও নদী তোমার পিঠে
জিরোই একটুখানি
ভাগ করে খাবো বাখরখানি,
পান্তা ভাতে দেবো, মিষ্টি তেঁতুল-ছড়া
শুধু লুকিয়ে রেখো তুমি
আমার চোখের পানি।
সে আমার ভালোবাসার ভিটে
সে তোমার ভালোবাসার ভিটে,
সে আমার ভালোবাসার ভিটে
ভালোবাসার ভিটে।
কোন পুণ্যতোয়া নদেয় এলো বান
সেই জলরঙে কিছু মনকেমনের ছিটে।
কোন সে দোয়েল পাখি সীস
কানামাছি আব বলিস
আর মায়ের হাতের বানানো তাল খির,
ছিলো বটের ঝুরির রোদ
স্ট্রিমা ঘাতের হট্ট গোল
রাসের মেলায় একলা মুছাফির।
ভোর ভোর বৈতালিকের গান
শেষ বিকেলের আজান
মাটির দাওয়া তুরছে দুদের ষর,
সেই গ্রামের অধির চর
হঠাৎ বৃষ্টি নামার পর
দেখি জলের ছায়ায় ছেলে বেলার ঘর।
ও নদী তোমার পিঠে
জিরোই একটুখানি
ভাগ করে খাবো বাখরখানি,
পান্তা ভাতে দেবো, মিষ্টি তেঁতুল-ছড়া
শুধু লুকিয়ে রেখো তুমি
আমার চোখের পানি।
সে আমার ভালোবাসার ভিটে
সে তোমার ভালোবাসার ভিটে,
সে আমার ভালোবাসার ভিটে
ভালোবাসার ভিটে।
কোন পুণ্যতোয়া নদেয় এলো বান
সেই জলরঙে কিছু মনকেমনের ছিটে,
সেই জলরঙে কিছু মনকেমনের ছিটে
সেই জলরঙে কিছু মনকেমনের ছিটে।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।