Belashuru Lyrics | বেলাশুরু লিরিক্স | Kabir Suman | Bela Shuru Movie Song
Credits:
Title Song: Belashuru
Singer: Kabir Suman
Lyrics & Composition: Anindya Chatterjee
Arrangement, Programming & Guitar: Prabuddha Banerjee
Recording: Shubhraneel Basu, Sonic Solution, Kolkata
Mixed & Mastered By: Debojit Sengupta, Sonic Solution, Kolkata
Lebel: Times Music Bangla
Belashuru Lyrics Bangla
সকাল তোমায় দেবে আলো
পাটভাঙা রোদ্রের স্নান,
দুপুর তোমায় দিলো আদর
আমাদের ছোট নদী গান।
বিকেল তোমার কথামালা
খেলনা বাটির খোলা ছাদ,
রাত্রি দেখেছে বোবা চোখে
পূর্ণিমা চৈত্রের চাঁদ।
চলে গেছে গেছে যেদিন
মধুমাসের ছদ্মবেশ,
তোমারও হাত দুহাত জুড়ে
ফুল ছোড়ার বদ অভ্যেস।
খেলা কি শেষ, নাকি বেলাশুরু
খেলা কি শেষ, নাকি বেলাশুরু,
খেলা কি শেষ, নাকি বেলাশুরু
খেলা কি শেষ, নাকি বেলাশুরু।
গোধূলি তোমায় দিলো স্মৃতি
হারিয়ে ফেলার শৈশব,
সন্ধ্যে তোমাকে দিলো সাহস
দেখো তুমি পেরে যাবে সব।
আকাশ তোমাকে দিক উড়াল
ডানা মেলা একা ঈশ্বর,
একটু জিরিয়ে নাও তুমি
জীবন ফিরিয়ে দেবে ঘর।
চলে গেছে গেছে যেদিন
মধুমাসের ছদ্মবেশ,
তোমারও হাত দুহাত জুড়ে
ফুল ছোড়ার বদ অভ্যেস।
খেলা কি শেষ, নাকি বেলাশুরু
খেলা কি শেষ, নাকি বেলাশুরু,
খেলা কি শেষ, নাকি বেলাশুরু
খেলা কি শেষ, নাকি বেলাশুরু।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।