Amarto Keo Nei Tumi Chara Lyrics | আমারতো কেউ নেই তুমি ছাড়া লিরিক্স | Belal Khan & Nodi | Bangla New Song 2022
Song: Amar To Keu Nei Tumi Chara
Singer: Belal Khan & Nodi
Lyrics: A Mizan
Composer : Belal Khan
Music Arrangement: M A Rahman
Director : Sohel Raaz
Assistant Director: Sultan Hosen Neer, Sk Shawon Ahmed, Maruf Hasan, Bishal Ahmed
Cinematographer: Rony Khan
Factory: Runner
Follow Caller Tune/Welcome Tune Setup Process...
To Set This Song As Caller Tune Please Use Below Mentioned Code:
Ringback Tunes Can Be Set By SMS with only 1 setup:
গানটি গ্রামীনফোন গ্রাহকরা ওয়েলকাম টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
WT লিখে একটি স্পেস দিয়ে 9911775 লিখে পাঠিয়ে দিন 24000 নাম্বারে।
গানটি রবি গ্রাহকরা টেলি টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
GET লিখে একটি স্পেস দিয়ে 9911775 লিখে পাঠিয়ে দিন 8466 নাম্বারে।
গানটি বাংলালিংক গ্রাহকরা টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
DOWN9911775 লিখে পাঠিয়ে দিন 2222 নাম্বারে।
গানটি এয়ারটেল গ্রাহকরা কলার টিউনস্ হিসেবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে
CT লিখে একটি স্পেস দিয়ে 9911775 লিখে পাঠিয়ে দিন 3123 নাম্বারে।
Amarto Keo Nei Tumi Chara Lyrics Bangla
আমারতো কেউ নেই তুমি ছাড়া
তোমার প্রেমে মন দিশেহারা,
আমার আকাশের নীলে নীলে
তুমি নামের শুধু জ্বলে তারা।
যদি কোনোদিন, হই তুমি হীন
চোখে নামবে খুব শ্রাবন ধারা,
হো...যদি কোনোদিন, হই তুমি হীন
চোখে নামবে খুব শ্রাবন ধারা।
আমারতো কেউ নেই তুমি ছাড়া
তোমার প্রেমে মন দিশেহারা,
আমার আকাশের নীলে নীলে
তুমি নামের শুধু জলে তারা।
আবেগী উঠোনে তোমার হাওয়া
রোদ্দুর ছুঁয়ে যায় আমাকে,
বলে যায় মন শুধু বারেবার
তোমার মতো ভালোবাসবে কে।
আবেগী উঠোনে তোমার হাওয়া
রোদ্দুর ছুঁয়ে যায় আমাকে,
বলে যায় মন শুধু বারেবার
তোমার মতো ভালোবাসবে কে।
হৃদয়ে ডুবে যাও, যেভাবে তুমি চাও
করে দাও পাগলপারা।
আমারতো কেউ নেই তুমি ছাড়া
তোমার প্রেমে মন দিশেহারা,
আমার আকাশের নীলে নীলে
তুমি নামের শুধু জ্বলে তারা।
জমানো সুখেরা তোমার নামে
আরও সুখে সুখে মেতেছে,
চাওয়া পাওয়াতে শুধু তুমি
তোমার মতো আপন কে আছে।
জমানো সুখেরা তোমার নামে
আরও সুখে সুখে মেতেছে,
চাওয়া পাওয়াতে শুধু তুমি
তোমার মতো আপন কে আছে।
হৃদয়ে ডুবে যাও, যেভাবে তুমি চাও
করে দাও পাগলপারা।
আমারতো কেউ নেই তুমি ছাড়া
তোমার প্রেমে মন দিশেহারা,
আমার আকাশের নীলে নীলে
তুমি নামের শুধু জ্বলে তারা।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।