Ador Obhiman Lyrics | আদর অভিমান লিরিক্স | Shaoni Mojumdar | Mimi Chakraborty | Mini Movie Song
Credit:
Song: Ador Obhiman
Singer: Shaoni Mojumdar
Album Title: Mini
Filmstar: Mimi Chakraborty & Ayanna Chatterjee
Director: Mainak Bhaumik
Artist: Shaoni Mojumdar
Music Director/ Arrangement/ Production : Ranajoy Bhattacharjee
Acoustic,Electric & Bass Guitar,Mandolin: Raja Chowdhury
Sarengi- Debasish Halder
Mixing and mastering - Debojit Sengupta
Lyricist: Ranajoy Bhattacharjee
Lebel: Saregama Bengali
Ador Obhiman Lyrics Bangla
তোমার কাছে রাখা আছে
আমার কিছু গান,
লাগলে বলো ফিরিয়ে দেবো
আদর অভিমান,
তোমার কাছে রাখা আছে।
রাতবিরেতের গল্প সবই
নীরব চিঠির ভিড়,
জমিয়ে রাখা তোমার ছবি
একাকী অস্থির।
এসব কথা আমার শুধু
আমার কাছেই থাক,
তোমার দিকে এ গানটুকুই
ফিরে ফিরে যাক,
দিন রাত মিলেমিশে একই হয়ে গেছে।
তোমার কাছে রাখা আছে
আমার পিছুটান,
লাগলে বলো ফিরিয়ে দেবো
আদর অভিমান,
তোমার কাছে রাখা আছে।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।