Vule Jeona Amake Lyrics | ভুলে যেওনা আমাকে লিরিক্স | Saif Zohan | Bangla New Love Song 2022
Song: Vule Jeona Amake
Singer: Saif Zohan
Lyrics: Faisal Alif & Saif Zohan
Tune: Saif Zohan
Music: Shovon Roy
Lebel: Saif Zohan
Vule Jeona Amake Lyrics Bangla
আমার এই হৃদয়ে জায়গা বড় কম
হৃদয়ের পুরোটাই তোমার বিচরন,
আমার এই হৃদয়ে জায়গা বড় কম
হৃদয়ের পুরোটাই তোমার বিচরন।
তুমি চলে যেওনা
আমি হয়ে যাবো শূন্য,
সব স্বপ্ন আমারি
সাজানো তোমার জন্য।
ভুলে যেওনা আমাকে
ভুলে যেওনা,
মাঝ দরিয়ায় একা ফেলে
চলে যেওনা।
ভুলে যেওনা আমাকে
ভুলে যেওনা,
মাঝ দরিয়ায় একা ফেলে
চলে যেওনা।
তুমি ভুলে গেলে, পাথর হবে
আমার এই মন,
সেই পাথর তোমার নাম ডাকবে
ডাকবে আজীবন।
তুমি ভুলে গেলে, পাথর হবে
আমার এই মন,
সেই পাথর তোমার নাম ডাকবে
ডাকবে আজীবন।
মন পিঞ্জর ভেঙে
প্রিয় তুমি চলে যেওনা,
ভুলে যেওনা আমাকে
ভুলে যেওনা,
মাঝ দরিয়ায় একা ফেলে
চলে যেওনা।
ভুলে যেওনা আমাকে
ভুলে যেওনা,
মাঝ দরিয়ায় একা ফেলে
চলে যেওনা।
তুমি আদর করে, ভালোবেসে
পোড়ালে আমায়,
আমি সেই আগুনে পুড়ে মরি
তোমারই মায়ায়।
তুমি আদর করে, ভালোবেসে
পোড়ালে আমায়,
আমি সেই আগুনে পুড়ে মরি
তোমারই মায়ায়।
এই মায়ার বাঁধন ছিড়ে
দূরে যেওনা,
ভুলে যেওনা আমাকে
ভুলে যেওনা,
মাঝ দরিয়ায় একা ফেলে
চলে যেওনা।
ভুলে যেওনা আমাকে
ভুলে যেওনা,
মাঝ দরিয়ায় একা ফেলে
চলে যেওনা।
এই চোখের জলে ভাসবে
তুমি আবার ফিরে আসবে,
আমায় ভালবাসবে
আমি থাকব সেই আশায়।
মন ভেঙ্গে যায় যারা
কভু সুখি হয়কি তারা,
ভালবাসা ছাড়া
কেউ বাচে কি আশায়।
এই চোখের জলে ভাসবে
তুমি আবার ফিরে আসবে,
আমায় ভালবাসবে
আমি থাকব সেই আশায়।
মন ভেঙ্গে যায় যারা
কভু সুখি হয়কি তারা,
ভালবাসা ছাড়া
কেউ বাচে কি আশায়।
ভুলে যেওনা আমাকে
ভুলে যেওনা,
মাঝ দরিয়ায় একা ফেলে
চলে যেওনা।
ভুলে যেওনা আমাকে
ভুলে যেওনা,
মাঝ দরিয়ায় একা ফেলে
চলে যেওনা।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।