Valobasha Obiram Lyrics | ভালোবাসা অবিরাম লিরিক্স | Asif Akbar | Tarun Munshi | | Bangla New Song 2022
Song: Valobasha Obiram
Singer: Asif Akbar
Lyric & Tune: Tarun Munshi
Music: Tarun Munshi, Emon & Tarun Band
Label: ARB Entertainment
Video Director: Yamin Elan
Video Editor: Ashfakur Rahman
Video Making: E-Music
Valobasha Obiram Lyrics Bangla
চাইনা শোনাতে কোনো হতাশার গান
চাইনা জমে থাকা তোর অভিমান
চাইনা ফিরে যেতে আবার ঐ আঁধারে।
চাইনা মুখোশ ভঁরা চেনা শহর
অচেনা মুখের কাছে চেনা আদর
চাইনা জোর করে নিতে যা ছিলনা মোর।
তাই মনের দুয়ার খুলে সব ব্যাথা ভুলে
আজকে জানিয়ে দিলাম,
ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম
ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম।
পাখীর মতো হবো স্বাধীন আমি
আকাশের মতো তোর মন,
দুজনার ভালোবাসা হয়ে যাবে এক
এই তো আমার স্বপন।
তাই মনের দুয়ার খুলে সব ব্যাথা ভুলে
আজকে জানিয়ে দিলাম,
ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম
ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম।
সময়ের আগে হবে আমার গতি
তুমি হবে মায়ার আঁচল,
অনেক তৃষ্ণা নিয়ে রয়েছি আশায়
তুমি হবে বৃষ্টির জল।
তাই মনের দুয়ার খুলে সব ব্যাথা ভুলে
আজকে জানিয়ে দিলাম,
ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম
ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম।
চাইনা শোনাতে কোনো হতাশার গান
চাইনা জমে থাকা তোর অভিমান
চাইনা ফিরে যেতে আবার ঐ আঁধারে।
চাইনা মুখোশ ভঁরা চেনা শহর
অচেনা মুখের কাছে চেনা আদর
চাইনা জোর করে নিতে যা ছিলনা মোর।
তাই মনের দুয়ার খুলে সব ব্যাথা ভুলে
আজকে জানিয়ে দিলাম,
ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম
ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম,
ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম
ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।