Tumi Jano Nare Prio Lyrics | তুমি জানো নারে প্রিয় লিরিক্স | Bonna | Bangla New Song 2022
Song Credits:-
Song : Tumi Jano Nare Prio | তুমি জানো নারে প্রিয়
Singer :Bonna
Lyrics & Tune : Bijoy Sarkar
Music Arrangement : Shovon Roy
Label : Protune
Video : Protune Team
Published By STUDIO PROTUNEBD.
ALL RIGHTS RESERVE BY PROTUNE
This Song To Set This Song As Caller Tune
GP | AIRTEL | ROBI | Banglalink :- 107958741
Activate Your Phone Caller Tune/Welcome Tune Setup Process...
Grameenphone Welcome Tune : Type : WT (space) 107958741 Send to 24000.
RobiGunGun : Type : GET (space) 107958741 Send to 8466.
Airtel Caller Tune : Type : CT (space) 107958741 Send to 3123.
Banglalink Amar Tune : Type : down (space)107958741 Send to 2222.
Tumi Jano Nare Prio Lyrics Bangla
তুমি জানো না
তুমি জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা,
তুমি জানো না
তুমি জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
তোমায় প্রথম যেদিন দেখেছি
মনে আপন মেনেছি,
তুমি বন্ধু আমার বেদন বুঝো না
তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
ফাল্গুন দোল পূর্ণিমায়
মধুর মৃদু-মন্দ বায়ু বয়
ফুলবনে পুলকেরও আল্পনা,
ফাল্গুন দোল পূর্ণিমায়
মধুর মৃদু-মন্দ বায়ু বয়,
ফুলবনে পুলকেরও আল্পনা।
ও সে মধুরও মাধবী রাতে
বধুয়া তোমারই সাথে,
ও সে মধুরও মাধবী রাতে
বধুয়া তোমারই সাথে।
করেছিলো যে জানিনি যাপনা
তুমি জানো না,
তুমি জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
চলে গেলে আমায় ফেলে
কি আগুন বুকে জ্বেলে
একদিনও দেখিতে তুমি এলে না,
চলে গেলে আমায় ফেলে
কি আগুন বুকে জ্বেলে
একদিনও দেখিতে তুমি এলে না।
যদি পেতাম দুঃখিনির কুটিরে
দেখাইতাম বক্ষ চিরে,
যদি পেতাম দুঃখিনির কুটিরে
দেখাইতাম বক্ষ চিরে।
বুকের ব্যাথা মুখে বলা চলে না
তুমি জানো না,
তুমি জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
খুঁজিলাম জনম জনম
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোমে,
কোনো খানে পাইনি তোমার ঠিকানা,
খুঁজিলাম জনম জনম
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোমে,
কোনো খানে পাইনি তোমার ঠিকানা।
পাগল বিজয় বলে চিত্ত চোর
ফিরবে কি জীবনে মোর,
পাগল বিজয় বলে চিত্ত চোর
ফিরবে কি জীবনে মোর,
মনে রইলো ব্যাথা ভরা বাসনা
তুমি জানো না,
তুমি জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।