Tumi Hashle Ami Hashi Lyrics | তুমি হাসলে আমি হাসি লিরিক্স | Atif Ahmed Niloy | Bangla New Song 2022
Audio Credit's-
Song: তুমি হাসলে আমি হাসি/Tumi Hashle Ami Hashi
Singer: Atif Ahmed Niloy
Lyrics & Tune: Adnan Kabir
Music: Jami Ul Hasan
Lebel: TR MUSIC STATION
Tumi Hashle Ami Hashi Lyrics Bangla
তুমি হাসলে আমি হাসি
তুমি কাঁদলে আমি কাঁদি
তবু কেনো আমার কষ্ট
তুমি বোঝো না।
তুমি হাসলে আমি হাসি
তুমি কাঁদলে আমি কাঁদি
তবু কেনো আমার কষ্ট
তুমি বোঝো না।
তুমি মন বোঝনা মন বোঝনা
মনটা নিয়ে খেলো,
দিবানিশি আমার বুকে কেনো
আগুন জ্বালো।
তুমি মন বোঝনা মন বোঝনা
মনটা নিয়ে খেলো,
দিবানিশি আমার বুকে কেনো
আগুন জ্বালো।
তোর মন আকাশে উড়ে কে আজ
আমি পাশে নাই,
কার সুতোর ঘুড়ি হয়ে উড়িস
কার অন্তরায়।
তোর মন আকাশে উড়ে কে আজ
আমি পাশে নাই,
কার সুতোর ঘুড়ি হয়ে উড়িস
কার অন্তরায়।
প্রেমের নেশায় ছোটে রে মন
সে তো বুঝলো নারে।
তুমি মন বোঝনা মন বোঝনা
মনটা নিয়ে খেলো,
দিবানিশি আমার বুকে কেনো
আগুন জ্বালো।
তুমি মন বোঝনা মন বোঝনা
মনটা নিয়ে খেলো,
দিবানিশি আমার বুকে কেনো
আগুন জ্বালো।
চাঁদনী রাত কাটেনা হায়
থাকি তোর আশে,
একটু কাছে এসে তুই
যা না ভালোবেসে।
চাঁদনী রাত কাটেনা হায়
থাকি তোর আশে,
একটু কাছে এসে তুই
যা না ভালোবেসে।
প্রেমের নেশায় ছোটে রে মন
সে তো বুঝলো নারে।
তুমি মন বোঝনা মন বোঝনা
মনটা নিয়ে খেলো,
দিবানিশি আমার বুকে কেনো
আগুন জ্বালো।
তুমি মন বোঝনা মন বোঝনা
মনটা নিয়ে খেলো,
দিবানিশি আমার বুকে কেনো
আগুন জ্বালো।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।