Tomar Majhe Amar Boshobash Lyrics | তোমার মাঝে আমার বসবাস লিরিক্স | Suzon Ahmed | Bangla Song 2022
Song: Tomar Majhe Amar Boshobash
Singer: Suzon Ahmed
Lyrics & Tune: Suzon Ahmed
Flute: Yeamin Pranto
Music: Ankur Mahamud
Cast: Sabuj Ahmed, Jotey, Shuvojeet
DoP: Md. Sujon
Edit & Color: Bappi
Story: Eagle Team
Label: Eagle Music
Directed by Eagle Team
Tomar Majhe Amar Boshobash Lyrics Bangla
তোমার মাঝে আমার বসবাস
সে তুমি আজ করলা বন্ধু আমার সর্বনাশ,
তোমার মাঝে আমার বসবাস
সে তুমি আজ করলা বন্ধু আমার সর্বনাশ।
তুমি বন্ধু আসমানের চান
আমার জানের জান,
তুমি বন্ধু.....
তুমি বন্ধু আসমানের চান
আমার জানের জান।
তোমার লাইগা, তোমার লাইগা
তোমার লাইগা ছটফটাইয়া
কান্দে এই পরাণ,
তোমার লাইগা ছটফটাইয়া
কান্দে এই পরাণ।
তুমি বন্ধু আমার সবকিছু
তাই পাগলের মতো আমি
ঘুরতাম তোমার পিছু,
তুমি বন্ধু আমার সবকিছু
তাই পাগলের মতো আমি
ঘুরতাম তোমার পিছু।
স্বার্থ লোভে ছাইরা গেলা
বুঝলা নারে জান,
স্বার্থ লোভে...
স্বার্থ লোভে ছাইরা গেলা
বুঝলা নারে জান।
তোমার লাইগা, তোমার লাইগা
তোমার লাইগা ছটফটাইয়া
কান্দে এই পরাণ,
তোমার লাইগা ছটফটাইয়া
কান্দে এই পরাণ।
তোমার মাঝে আমার বসবাস
সে তুমি আজ করলা বন্ধু আমার সর্বনাশ।
তোমায় নিয়ে ছিলো মনে আশা
দু’জন মিলে বাঁধবো হায়রে
সুখের একটা বাসা,
তোমায় নিয়ে ছিলো মনে আশা
দু’জন মিলে বাঁধবো হায়রে
সুখের একটা বাসা।
আশার বাসা ভাঙ্গা দিয়া
করলারে খান খান,
আশার বাসা...
আশার বাসা ভাঙ্গা দিয়া
করলারে খান খান।
তোমার লাইগা, তোমার লাইগা
তোমার লাইগা ছটফটাইয়া
কান্দে এই পরাণ,
তোমার লাইগা ছটফটাইয়া
কান্দে এই পরাণ।
তোমার মাঝে আমার বসবাস
সে তুমি আজ করলা বন্ধু আমার সর্বনাশ।
তুমি বন্ধু আসমানের চান
আমার জানের জান,
তুমি বন্ধু আসমানের চান
আমার জানের জান।
তোমার লাইগা ছটফটাইয়া
কান্দে এই পরাণ,
তোমার লাইগা ছটফটাইয়া
কান্দে এই পরাণ।
তোমার লাইগা ছটফটাইয়া
কান্দে এই পরাণ,
তোমার লাইগা ছটফটাইয়া
কান্দে এই পরাণ।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।