Tomake Ami Chai Lyrics | তোমাকে আমি চাই লিরিক্স | Shahriar Alam | Jovan & Tanjin Tish | Pushpo Shuncho Natok Song
Song : Tomake Ami Chai | তোমাকে আমি চাই
Singer : Shahriar Alam Marcell
Cast : Jovan, Tanjin Tisha
Lyrics : Robiul Islam Jibon
Tune : Shahriar Alam Marcell
Direction: Rafat Mozumder Rinku
Lebel: Rtv Music
Natok : Pushpo Shuncho | পুষ্প শুনছো
Tomake Ami Chai Lyrics Bangla
তোমাকে আমি চাই
পুরনো কথাটাই
বলছি নতুন করে,
হৃদয়ে দিলে ঠাই
এবেলায় বেঁচে যাই
না হয় যাবো মরে।
এই সময় খড়কুটো
খুলে দাও ঐ মুটো,
হাটবো অনন্ত পথ
তোমার হাতটি ধরে।
তোমাকে আমি চাই
পুরনো কথাটাই
বলছি নতুন করে,
হৃদয়ে দিলে ঠাই
এবেলায় বেঁচে যাই
না হয় যাবো মরে।
উড়িয়ে দিলাম হওয়ায়
হাজারও খেয়াল খুশী,
মনেরই চাওয়া পাওয়া
যতনে তোমায় পোষি।
উড়িয়ে দিলাম হওয়ায়
হাজারও খেয়াল খুশী,
মনেরই চাওয়া পাওয়া
যতনে তোমায় পোষি।
খুঁজি না অন্য কিছু
তোমার আগে পরে,
হাটবো অনন্ত পথ
তোমার হাতটি ধরে।
তোমাকে আমি চাই
পুরনো কথাটাই
বলছি নতুন করে,
হৃদয়ে দিলে ঠাই
এবেলায় বেঁচে যাই
না হয় যাবো মরে।
জড়িয়ে নিলাম মায়ায়
বুকেরই গহীন কোনে,
কথারা তোমার ছায়ায়
সুখের শব্দ শোনে।
জড়িয়ে নিলাম মায়ায়
বুকেরই গহীন কোনে,
কথারা তোমার ছায়ায়
সুখের শব্দ শোনে।
বুঝিনা অন্য কিছু
আছো হৃদয় ঘরে,
হাটবো অনন্ত পথ
তোমার হাতটি ধরে।
তোমাকে আমি চাই
পুরনো কথাটাই
বলছি নতুন করে,
হৃদয়ে দিলে ঠাই
এবেলায় বেঁচে যাই
না হয় যাবো মরে।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।