Rupa Allahr Kache Dilam Bichar Lyrics | রূপা আল্লাহর কাছে দিলাম বিচার লিরিক্স | Emon Khan | Bangla Song
Music:
Song: Rupa Allahr Kache Dilam Bichar
Singer: Emon Khan
Lyric & Tune: Emon Khan
Music: Alamin Khan
Label: Emon Khan Entertainment
Publishing Date: 17th March 2022
Video:
Starring: Emon Khan and Musicians
DOP: Jibon Chandra Das & ND Durjoy
Edit: Jibon Chandra Das
Direction: LM Music Team
Rupa Allahr Kache Dilam Bichar Lyrics Bangla
আমারে পাগল বানাইয়া
আর কত কান্দাইবা,
তুষের আগুণ বুকে ঢেলে
আর কত পোড়াইবা।
একদিন তুমি বুঝবা
পাগল হইয়াই খুঁজবা
সেদিন আমায় কোথাওনা পাইবা।
ও রূপা, ও রূপারে
আল্লাহর কাছে দিলাম বিচার
করলা তুমি যে অবিচার,
শেষ বিচারে ঠেকবা জানি
সেদিন কোথায় যাইবা।
একদিন তুমি বুঝবা
পাগল হইয়াই খুঁজবা
সেদিন আমায় কোথাওনা পাইবা।
হায়রে ইমন, আয়রে ফিরে, বুকে তুলে রাখবা
ইমন-ইমন করে তুমি পাগল হইয়া ডাকবা।
কত সুখে আছি আমি
যায়না বলা মুখে,
ভুল মানুষকে ভালোবেসে
জনম গেলো দুঃখে।
ওরে কত সুখে আছি আমি
যায়না বলা মুখে,
ভুল মানুষকে ভালোবেসে
জনম গেলো দুঃখে,
কেমন করে সইবো কষ্ট
জায়গা নাইরে বুকে।
ও রূপা, ও রূপারে
একদিন তুমি বুঝবা
পাগল হইয়াই খুঁজবা,
সেদিন আমায় কোথাওনা পাইবা।
হায়রে ইমন, আয়রে ফিরে, বুকে তুলে রাখবা
ইমন-ইমন করে তুমি পাগল হইয়া ডাকবা।
নিত্য আমি ভাসি-ডুবি
দুই চোখেরই জলে,
তবু আমার বুকের ভেতর
কেনো আগুণ জ্বলে।
ওরে নিত্য আমি ভাসি-ডুবি
দুই চোখেরই জলে,
তবু আমার বুকের ভেতর
কেনো আগুণ জ্বলে,
তুমি বড়ই নিঠুরিয়া
পোড়াইলা অন্তর।
ও রূপা, ও রূপারে
একদিন তুমি বুঝবা
পাগল হইয়াই খুঁজবা,
সেদিন আমায় কোথাওনা পাইবা।
হায়রে ইমন, আয়রে ফিরে, বুকে তুলে রাখবা
ইমন-ইমন করে তুমি পাগল হইয়া ডাকবা,
হায়রে ইমন, আয়রে ফিরে, বুকে তুলে রাখবা
ইমন-ইমন করে তুমি পাগল হইয়া ডাকবা।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন এবং আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।