Premer Poroshe Lyrics | প্রেমের পরশে লিরিক্স | Arfin Rumey | Bristy | Bangla Eid Song 2022
Song: Premer Poroshe
Singer: Arfin Rumey & Nischup Bristy
Lyric: Anurup Aich
Tune: Arfin Rumey
Music : Arfin Rumey
Album : Premer Poroshe
Label : CD Choice
Cast : Arfin Rumey & Saraka
Edit & Color : S M Tushar
Director : Masud Rana Anik
Publicity Design: Masum Billah
এই গানটি আপনার মোবাইলে সেট করতে পারেন নিচে কোড দেয়া হল:
WELCOME TUNE CODE:
GP | ROBI | AIRTEL | TELETALK | BANGLA LINK : 10784982
গ্রামীনফোনের গ্রাহকরা এই গানটি ওয়েলকামটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে WT লিখে স্পেস দিয়ে 10784982 টাইপ করে পাঠিয়ে দিন 24000 নাম্বারে
রবির গ্রাহকরা এই গানটি গুনগুন সেট করতে মেসেজ অপশনে গিয়ে GET লিখে স্পেস দিয়ে5 10784982 টাইপ করে পাঠিয়ে দিন 8466 নাম্বারে
বাংলালিংক গ্রাহকরা এই গানটি আমারটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে down লিখে স্পেস না দিয়ে 10784982 টাইপ করে পাঠিয়ে দিন 2222 নাম্বারে
এয়ারটেল গ্রাহকরা এই গানটি কলারটিউন সেট করতে মেসেজ অপশনে গিয়ে CT লিখে স্পেস দিয়ে 10784982 টাইপ করে পাঠিয়ে দিন 23123 নাম্বারে
Premer Poroshe Lyrics Bangla
শুনো গো প্রিয়তমা
এ হৃদয় তোমাতে থামা,
শুনো গো প্রিয়তমা
কতো ভালোবাসি তুমি জানো না।
তোমার তরে জীবন ভরে
সব প্রেম বুকে রেখে চেয়ে চাওয়া।
তুমি কাছে এসে আমায় ভালোবেসে
জড়িয়ে রাখো প্রেমের পরশে,
তুমি কাছে এসে আমায় ভালোবেসে
জড়িয়ে রাখো প্রেমের পরশে।
তুমি মোর প্রেরণা মনরেও গহীনে
তুমি আমি বেঁচে আছি প্রেমেরই অধীনে,
তুমি অনুপ্রেরণা এ হৃদয় গগনে
দুজনে এক হতে চাই এই মধু লগনে।
তোমার তরে জীবন ভরে
সব প্রেম বুকে রেখে চেয়ে চাওয়া।
তুমি কাছে এসে আমায় ভালোবেসে
জড়িয়ে রাখো প্রেমের পরশে,
তুমি কাছে এসে আমায় ভালোবেসে
জড়িয়ে রাখো প্রেমের পরশে।
তুমি ছাড়া জীবনে চাই না কিছুই
তোমাকে ভালোবেসে বাঁচবো শুধুই,
হুম...তুমি ছাড়া আমার আর কে আছে
তুমি আছো বলেই আমার নিঃশ্বাস বাঁচে।
তোমার তরে জীবন ভরে
সব প্রেম বুকে রেখে চেয়ে চাওয়া।
তুমি কাছে এসে আমায় ভালোবেসে
জড়িয়ে রাখো প্রেমের পরশে,
তুমি কাছে এসে আমায় ভালোবেসে
জড়িয়ে রাখো প্রেমের পরশে।
তুমি কাছে এসে আমায় ভালোবেসে
জড়িয়ে রাখো প্রেমের পরশে,
তুমি কাছে এসে আমায় ভালোবেসে
জড়িয়ে রাখো প্রেমের পরশে।
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে এখনই আমাদের মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।